অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ক্রিকেটার
Share Link:

নিজস্ব প্রতিনিধি হৃদরোগে আক্রান্ত। প্রাক্তন ভারতীয় স্পিনার ভগবৎ সুব্রাহ্মণ চন্দ্রশেখর হাসপাতালে ভর্তি। তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিনয় মৃত্যুঞ্জয়। জানান, বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে রয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার। আরও জানান, আপাতত তিনি সুস্থ আছেন। উদ্বেগের কিছু নেই।
বয়স ৭৫। শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চন্দ্রশেখরের স্ত্রী সন্ধ্যা চন্দ্রশেখর ভগবত বলেন, 'চন্দ্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে।' কথাবার্তা সামান্য জড়িয়ে এসেছিল। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে চন্দ্রশেখরকে পর্যবেক্ষণের জন্য আইসি ইউ-তে রাখা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছে। চন্দ্রশেখরের ফিজিওথেরাপি চলছে। তাঁর স্ত্রী বলেন, “এখন চন্দ্র বিপদমুক্ত এবং স্থিতিশীল। দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছে।”
তাঁর ১৬ বছরের কেরিয়ারে, ভারতের হয়ে মোট ৫৮ টেস্টে খেলেছেন চন্দ্রশেখর। টেস্টে তাঁর শিকার ২৪২ উইকেট। কেরিয়ারে দেশে-বিদেশে ভীষণ সফল ছিলেন তিনি। ভারতের স্পিনার ত্রয়ী বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর সেই সময় ভয়ানক ছিলেন বিপক্ষ টিমগুলোর। অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রীও পান।
বয়স ৭৫। শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চন্দ্রশেখরের স্ত্রী সন্ধ্যা চন্দ্রশেখর ভগবত বলেন, 'চন্দ্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে।' কথাবার্তা সামান্য জড়িয়ে এসেছিল। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে চন্দ্রশেখরকে পর্যবেক্ষণের জন্য আইসি ইউ-তে রাখা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছে। চন্দ্রশেখরের ফিজিওথেরাপি চলছে। তাঁর স্ত্রী বলেন, “এখন চন্দ্র বিপদমুক্ত এবং স্থিতিশীল। দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছে।”
তাঁর ১৬ বছরের কেরিয়ারে, ভারতের হয়ে মোট ৫৮ টেস্টে খেলেছেন চন্দ্রশেখর। টেস্টে তাঁর শিকার ২৪২ উইকেট। কেরিয়ারে দেশে-বিদেশে ভীষণ সফল ছিলেন তিনি। ভারতের স্পিনার ত্রয়ী বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর সেই সময় ভয়ানক ছিলেন বিপক্ষ টিমগুলোর। অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রীও পান।
More News:
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
24th February 2021
Leave A Comment