ড্র দিয়েই প্রথম লিগ শেষ করল গোয়া-মুম্বই
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ড্র দিয়েই শেষ হল এবারের আইএসএলের প্রথম প্লে-অফ। গোয়া বনাম মুম্বই ম্যাচের স্কোরলাইন হল ২-২। তবে দুরন্ত একটি ম্যাচের সাক্ষী থাকল আরব সাগরের তীরে অবস্থিত ফতোরদা স্টেডিয়াম। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করলেন ফুটবল প্রেমীরা। কেউ কাউকে একইঞ্চিও জমি ছাড়লেন না। দুই দলের সব ফুটবলাররাই নিজেদের ১০০ শতাংশ দিয়ে লড়াই করলেন। তবে প্রথম লেগে কোনও পক্ষই দেখতে পেল না জয়ের মুখ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দুই দল। ১৯ মিনিটের মাথায় বক্সের ভিতর পেনাল্টির শিকার হন ইগর অ্যাঙ্গুলো। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি তিনি। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেয় মুম্বই সিটি। ফলস্বরূপ, ৩৮ মিনিটে গোয়ার বক্সের ভিতর ঢুকে বুলেট গতির শটে ধীরাজকে পরাস্ত করেন বোউমাস। ফলে ১-১ স্কোরলাইনেই বিরতিতে যায় দু'দল।FULL-TIME | #FCGMCFC
— Indian Super League (@IndSuperLeague) March 5, 2021
Finely poised for the 2nd leg!#HeroISL #LetsFootball pic.twitter.com/cAPhs6g00q
দ্বিতীয়ার্ধেও ধরা পড়ে একই চিত্র। দুই দলই একের পর এক আক্রমণ শানাতে থাকে। ৫৯ মিনিটে গতি বাড়িয়ে মুম্বইয়ের বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত একটি শটে ব্যবধান দ্বিগুণ করেন গোয়ার সেভিয়ার গামা। তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দুই মিনিট পরই দুরন্ত বুদ্ধিদীপ্ত হেড থেকে স্কোর লাইন ২-২ করেন মোর্তাদা ফল। এরপর দু'দলের ফুটবলাররা বারংবার সুযোগ তৈরি করলেও আর গোলের দরজা খুলতে পারেননি। ফলে রেফারি শেষ বাঁশি বাজালে ড্র করেই মাঠ ছাড়েন তারা। আগামী ৮ই মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দু' দল।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-LIVE
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment