ফাউলারকে নিয়ে হুঙ্কার হাবাসের
Share Link:

নিজস্ব প্রতিনিধি : গত ম্যাচের মত ডার্বিতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান হাবাস। বলেন, ‘কারা আগে খেলেছে, কারা প্রথমে নামছে, সেটা বড় কথা নয়। কাল কারা ভাল খেলবে সেটাই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মান এমনই যে, ভাল ফুটবল না খেললে ম্যাচ জেতা কঠিন।’ রবি ফাউলারকে নিয়ে হুঙ্কার হাবাসের, ‘কোচেদের মধ্যে খেলা হয় না। খেলা হয় মাঠে, ফুটবলারদের মধ্যে। বিপক্ষ কোচের প্রোফাইল জেতে কী করব? জানি, উনি গত মরশুম পর্যন্ত ব্রিসবেনে কোচিং করাতেন। কী সিস্টেমে খেলাতেন, কেমন কোচ—তা জেনে নিয়েছি। যতটুকু দরকার জেনেছি।’
প্রথমবার কলকাতা ডার্বির স্বাদ পেতে চলেছেন হাবাস। তঁার কাছে এই ম্যাচ স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। বলেন ‘কোপা আমেরিকায় বলিভিয়ার দায়িত্বে থাকার সময়ে বড় দায়িত্ব পালন করেছি। আগের থেকে অনেক উন্নতি করেছি। সাফল্য পাওয়ার নানা উপায় বার করেছি। তবুও কালকের ম্যাচ কোচিং জীবনের সেরা ম্যাচ কিনা বলতে পারব না। সমর্থকদের কাছে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ সেটা জানি। সেদিক থেকে ডার্বি জেতাই আমার লক্ষ্য।’ হাবাস বনাম ফাউলার। দুই স্প্যানিশ চাণক্য-র লড়াইতে শেষ হাসির কে হাসেন এখন সেটাই দেখার।
প্রথমবার কলকাতা ডার্বির স্বাদ পেতে চলেছেন হাবাস। তঁার কাছে এই ম্যাচ স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। বলেন ‘কোপা আমেরিকায় বলিভিয়ার দায়িত্বে থাকার সময়ে বড় দায়িত্ব পালন করেছি। আগের থেকে অনেক উন্নতি করেছি। সাফল্য পাওয়ার নানা উপায় বার করেছি। তবুও কালকের ম্যাচ কোচিং জীবনের সেরা ম্যাচ কিনা বলতে পারব না। সমর্থকদের কাছে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ সেটা জানি। সেদিক থেকে ডার্বি জেতাই আমার লক্ষ্য।’ হাবাস বনাম ফাউলার। দুই স্প্যানিশ চাণক্য-র লড়াইতে শেষ হাসির কে হাসেন এখন সেটাই দেখার।
More News:
26th January 2021
26th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
23rd January 2021
Leave A Comment