হেরেই বিজয় হাজারে অভিযান শেষ করল বাংলা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: হার দিয়েই এবারের বিজয় হাজারে অভিযান শেষ করল বঙ্গ ব্রিগেড। সোমবার ইডেন গার্ডেন্সে হরিয়ানার কাছে ৫ উইকেটে হারতে হল বাংলাকে। নেপথ্যে সেই ব্যাটিং বিপর্যয়। গত ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেও, এদিন আর সেই ছন্দ বজায় রাখতে পারলেন না বাংলার ব্যাটসম্যানরা। ফলে হেরেই সন্তুষ্ট থাকতে হল অনুষ্টুপ মজুমদার অ্যান্ড কোম্পানি।
এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হরিয়ানার অধিনায়ক জয়ন্ত যাদব। ব্যাট করতে নেমে শুরুতেই অভিমন্যু ঈশ্বরণের (২) উইকেট হারায় বাংলা। এর রেশ কাটতে না কাটতেই প্যাভিলিয়েনর পথ ধরেন ঋত্বিক চৌধুরি। কোনও রান না করেই আউট হন তিনি। উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি অভিষেক রমনও (১৬)। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (৩১) চেষ্টা করলেও বড় রান করতে পারনেনি। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান শুভঙ্কর বল অর্ধশত (৫৪) রান করেন। শেষদিকে অর্ণব নন্দী ৩০ রানের ইনিংস না খেললে দেড়শোর গণ্ডিও পার করতে পারত না অরুন লালের দল। ৪৫.১ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় তারা। হরিয়ানার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন সঞ্জয় পাহাল। দু’টি করে উইকেট পান জয়ন্ত যাদব, অজিত চাহাল, অশোক সান্ধু এবং একটি উইকেট গিয়েছে অরুণ ছাপরানার ঝুলিতে।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনওই অসুবিধায় পড়তে হয়নি হরিয়ানাকে। দুই ওপেনার বিষ্ণই (৫৭) এবং রোহিল্লা (৫০) অর্ধশত রান করেন। শেষে সুমিত কুমার (১৯) ও জয়ন্ত যাদব (১৭) দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। বাংলার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন শাহবাজ আহমেদ। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও হতাশ করেছিল বাংলা। এরপর বিজয় হাজারেতেও মুখ থুবড়ে পড়ল বঙ্গ ব্রিগেড। এবার দেখা বিষয় হল আগামী টুর্নামেন্টগুলিতে তারা কী করে।
এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হরিয়ানার অধিনায়ক জয়ন্ত যাদব। ব্যাট করতে নেমে শুরুতেই অভিমন্যু ঈশ্বরণের (২) উইকেট হারায় বাংলা। এর রেশ কাটতে না কাটতেই প্যাভিলিয়েনর পথ ধরেন ঋত্বিক চৌধুরি। কোনও রান না করেই আউট হন তিনি। উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি অভিষেক রমনও (১৬)। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (৩১) চেষ্টা করলেও বড় রান করতে পারনেনি। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান শুভঙ্কর বল অর্ধশত (৫৪) রান করেন। শেষদিকে অর্ণব নন্দী ৩০ রানের ইনিংস না খেললে দেড়শোর গণ্ডিও পার করতে পারত না অরুন লালের দল। ৪৫.১ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় তারা। হরিয়ানার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন সঞ্জয় পাহাল। দু’টি করে উইকেট পান জয়ন্ত যাদব, অজিত চাহাল, অশোক সান্ধু এবং একটি উইকেট গিয়েছে অরুণ ছাপরানার ঝুলিতে।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনওই অসুবিধায় পড়তে হয়নি হরিয়ানাকে। দুই ওপেনার বিষ্ণই (৫৭) এবং রোহিল্লা (৫০) অর্ধশত রান করেন। শেষে সুমিত কুমার (১৯) ও জয়ন্ত যাদব (১৭) দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। বাংলার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন শাহবাজ আহমেদ। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও হতাশ করেছিল বাংলা। এরপর বিজয় হাজারেতেও মুখ থুবড়ে পড়ল বঙ্গ ব্রিগেড। এবার দেখা বিষয় হল আগামী টুর্নামেন্টগুলিতে তারা কী করে।
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment