ময়দানে পুরোনো নস্টালজিয়া ফিরল ইস্টবেঙ্গলের হাত ধরেই
Share Link:

ইস্টবেঙ্গল ক্লাব - ৪
কলকাতা পোর্ট ট্রাস্ট - ২
নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গল মাঠে শনিবার ফ্লাড লাইটে ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল অসাধারণ খেলে কলকাতা পোর্ট ট্রাস্টকে ৪ - ২ গোলে পরাজিত করল। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে গোল করেন গগনদীপ সিং ২ টি, মনপ্রীত সিং ও অভিষেক করেন একটি করে গোল। ইস্টবেঙ্গল ক্লাবের পরবর্তী ম্যাচ হল ৮ই মার্চ।
ক্লাব বনাম লগ্নিকারী সংস্থার মধ্যে ঝামেলার মধ্যেই লাল-হলুদের সাবেকি কর্তারা হকি দল গড়েছিলেন। আর সেই দল কর্তাদের সম্মান রক্ষা করে চলেছে এখনও পর্যন্ত। একটা সময় ছিল, যখন ইস্টবেঙ্গল ক্লাব সুনামের সঙ্গে হকি খেলতো। তারপর বহুবছর ময়দানের হকিতে খেলতো না মশাল বাহিনী। এবার ফিরেছে সেই পুরোনো দিন। ইস্টবেঙ্গল মাঠ গমগম করছে হকির স্টিক এবং বলের আওয়াজে। গ্যালারিতে দর্শকও হচ্ছে লাল- হলুদের হকি ম্যাচ দেখতে। ময়দানে যেন পুরোনো নস্টালজিয়া ফিরল ইস্টবেঙ্গলের হাত ধরেই।
কলকাতা পোর্ট ট্রাস্ট - ২
নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গল মাঠে শনিবার ফ্লাড লাইটে ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল অসাধারণ খেলে কলকাতা পোর্ট ট্রাস্টকে ৪ - ২ গোলে পরাজিত করল। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে গোল করেন গগনদীপ সিং ২ টি, মনপ্রীত সিং ও অভিষেক করেন একটি করে গোল। ইস্টবেঙ্গল ক্লাবের পরবর্তী ম্যাচ হল ৮ই মার্চ।
ক্লাব বনাম লগ্নিকারী সংস্থার মধ্যে ঝামেলার মধ্যেই লাল-হলুদের সাবেকি কর্তারা হকি দল গড়েছিলেন। আর সেই দল কর্তাদের সম্মান রক্ষা করে চলেছে এখনও পর্যন্ত। একটা সময় ছিল, যখন ইস্টবেঙ্গল ক্লাব সুনামের সঙ্গে হকি খেলতো। তারপর বহুবছর ময়দানের হকিতে খেলতো না মশাল বাহিনী। এবার ফিরেছে সেই পুরোনো দিন। ইস্টবেঙ্গল মাঠ গমগম করছে হকির স্টিক এবং বলের আওয়াজে। গ্যালারিতে দর্শকও হচ্ছে লাল- হলুদের হকি ম্যাচ দেখতে। ময়দানে যেন পুরোনো নস্টালজিয়া ফিরল ইস্টবেঙ্গলের হাত ধরেই।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-LIVE
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment