EXCLUSIVE: অবসরের সিদ্ধান্ত আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কোচিং থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছেন আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন। পরিবারকে আরও বেশি করে সময় দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত সঞ্জয়ের।
২০১৪সালে মোহনবাগানকে আই লিগ জিতিয়েছেন। আইএসএলের ঘোর বিরোধী থাকা সত্ত্বেও এ টি কে মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন। লোপেজ হাবাসের সহকারী হিসেবে কাজ করেছেন। স্টিভ কোপেলর সঙ্গেও কাজ করেছেন। কিন্তু আইএসএলের সঙ্গে যুক্ত থাকলে বছরের একটা সময় পরিবার ছেড়ে থাকতে হয়। গত মরশুমে গোয়াতে বায়ো বাবলে টুর্নামেন্ট হওয়ায় প্রায় ছ মাস কলকাতা ছেড়ে গোয়া থেকেছেন। তার ওপর কোচিং ছাড়ার পিছনে কোভিডও একটা অন্যতম কারণ। ঘনিষ্ঠ মহলে সঞ্জয় জানিয়েছেন, ময়দান আর ভাল লাগছে না। একটু মুক্তি চান। তাঁর কাছের বন্ধুরা কোচিং না ছাড়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন। কিন্তু সঞ্জয় সেন মানুষটা একররোখা। নিজে যা সিদ্ধান্ত নেন, সেটাই শেষ কথা। ফলে ভারতীয় ফুটবল হারালো একজন আই লিগ জয়ী কোচ কে। এ বিষয়ে সঞ্জয় সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি।
২০১৪সালে মোহনবাগানকে আই লিগ জিতিয়েছেন। আইএসএলের ঘোর বিরোধী থাকা সত্ত্বেও এ টি কে মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন। লোপেজ হাবাসের সহকারী হিসেবে কাজ করেছেন। স্টিভ কোপেলর সঙ্গেও কাজ করেছেন। কিন্তু আইএসএলের সঙ্গে যুক্ত থাকলে বছরের একটা সময় পরিবার ছেড়ে থাকতে হয়। গত মরশুমে গোয়াতে বায়ো বাবলে টুর্নামেন্ট হওয়ায় প্রায় ছ মাস কলকাতা ছেড়ে গোয়া থেকেছেন। তার ওপর কোচিং ছাড়ার পিছনে কোভিডও একটা অন্যতম কারণ। ঘনিষ্ঠ মহলে সঞ্জয় জানিয়েছেন, ময়দান আর ভাল লাগছে না। একটু মুক্তি চান। তাঁর কাছের বন্ধুরা কোচিং না ছাড়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন। কিন্তু সঞ্জয় সেন মানুষটা একররোখা। নিজে যা সিদ্ধান্ত নেন, সেটাই শেষ কথা। ফলে ভারতীয় ফুটবল হারালো একজন আই লিগ জয়ী কোচ কে। এ বিষয়ে সঞ্জয় সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি।
More News:
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
14th April 2021
Leave A Comment