চলতি আইএসএলে বঙ্গসন্তান গোলকিপারদের সোনার সময় চলছে
Share Link:

দেবজিৎ মজুমদার, অরিন্দম ভট্টাচার্য, সুব্রত পাল, শুভাশিস রায়চৌধুরি
নিজস্ব প্রতিনিধি: আইসএলএলে যেন সোনার সময় চলছে বঙ্গ কিপারদের। গুরপ্রীতদের টক্কর দিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিচ্ছেন হিন্দমোটরের দেবজিৎ মজুমদার, টালিগঞ্জের অরিন্দম ভট্টাচার্য, সোদপুরের সুব্রত পাল, শুভাশিস রায়চৌধুরি–রা। প্রথম একাদশে বঙ্গ কিপারদের দাপটের পাশাপাশি এস সি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান–সহ অন্যান্য দলের রিজার্ভেও রয়েছেন বঙ্গসন্তান কিপার। সবুজ–মেরুনে অভিলাষ পাল, লাল–হলুদে শঙ্কর রায়, শুভম সেন। চেন্নাইয়িন এফসি–র রিজার্ভে রয়েছেন শমিক মিত্র, এফসি গোয়াতে শুভম দাস, নর্থ–ইস্টে সঞ্জীবন ঘোষরা।
প্রথমেই দেবজিতের কথাই বলা যাক। চলতি প্রতিযোগিতায় দেবজিতের যেন পুনর্জন্ম হয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন। লাল–হলুদের অনেক সমর্থক আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জীবনের সেরা ফর্মে রয়েছেন। এবারের সেরা রিক্রুট।’ এস সি ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ ববি মিমস বলেন, ‘এটিকে–তে থাকার সময় থেকেই ওকে চিনি। ওর জেদ এবং ইচ্ছাশক্তি প্রচণ্ড। এবারে ও নিজেকে আরও উন্নতি করেছে। এই ফর্মে থাকলে ওর জাতীয় দলে ডাক পাওয়া উচিত।’
পরিসংখ্যান বলছে, এবারের টুর্নামেন্টে সেভ করার তালিকায় শীর্ষে দেবজিৎ, পিছিয়ে নেই অরিন্দমও। ভারতীয় ফুটবলের ইতিহাস বলে, গোলকিপার পজিশনে বরাবরই বাঙালিরা রাজ করেছে। আইএসএল দেশের এক নম্বর টুর্নামেন্ট হওয়ার পরও তার অন্যথা হয়নি। নিজেদের সিংহাসন ধরে রেখেছেন বঙ্গ কিপাররা। কী বলছেন দেবজিৎ? ‘সবসময়ই বাঙালি কিপাররা নিজেদের প্রমাণ করেছে। যেমন অরিন্দমদা, মিষ্টুদা, শুভাশিস দা, তার আগে সন্দীপদা (নন্দী)। বাঙালিরা ভাল খেললে একটা অন্যরকম তৃপ্তি পাই। আমিও চেষ্টা করছি ভাল খেলার। পরের ম্যাচগুলোতেও আরও উন্নতি করতে হবে।’
আইএসএলের শুরুতে দলকে ভরসা দিয়েছিলেন লাল–হলুদের শঙ্কর রায়। তিনি চোট পাওয়ার পর দলের হাল ধরেন দেবজিৎ। শঙ্কর বলেন, ‘শুধু আইএসএলে নয়, অন্যান্য টুর্নামেন্টেও বাঙালি কিপাররা ভাল খেলে। আগামীদিনেও এটা জারি থাকুক, মনেপ্রাণে চাই।’
গত মরশুমেও দুরন্ত ফর্মে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। এটিকে–কে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। জাতীয় দলের দরজা কি আবার খুলবে অরিন্দমের জন্য?
প্রথমেই দেবজিতের কথাই বলা যাক। চলতি প্রতিযোগিতায় দেবজিতের যেন পুনর্জন্ম হয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন। লাল–হলুদের অনেক সমর্থক আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জীবনের সেরা ফর্মে রয়েছেন। এবারের সেরা রিক্রুট।’ এস সি ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ ববি মিমস বলেন, ‘এটিকে–তে থাকার সময় থেকেই ওকে চিনি। ওর জেদ এবং ইচ্ছাশক্তি প্রচণ্ড। এবারে ও নিজেকে আরও উন্নতি করেছে। এই ফর্মে থাকলে ওর জাতীয় দলে ডাক পাওয়া উচিত।’
পরিসংখ্যান বলছে, এবারের টুর্নামেন্টে সেভ করার তালিকায় শীর্ষে দেবজিৎ, পিছিয়ে নেই অরিন্দমও। ভারতীয় ফুটবলের ইতিহাস বলে, গোলকিপার পজিশনে বরাবরই বাঙালিরা রাজ করেছে। আইএসএল দেশের এক নম্বর টুর্নামেন্ট হওয়ার পরও তার অন্যথা হয়নি। নিজেদের সিংহাসন ধরে রেখেছেন বঙ্গ কিপাররা। কী বলছেন দেবজিৎ? ‘সবসময়ই বাঙালি কিপাররা নিজেদের প্রমাণ করেছে। যেমন অরিন্দমদা, মিষ্টুদা, শুভাশিস দা, তার আগে সন্দীপদা (নন্দী)। বাঙালিরা ভাল খেললে একটা অন্যরকম তৃপ্তি পাই। আমিও চেষ্টা করছি ভাল খেলার। পরের ম্যাচগুলোতেও আরও উন্নতি করতে হবে।’
আইএসএলের শুরুতে দলকে ভরসা দিয়েছিলেন লাল–হলুদের শঙ্কর রায়। তিনি চোট পাওয়ার পর দলের হাল ধরেন দেবজিৎ। শঙ্কর বলেন, ‘শুধু আইএসএলে নয়, অন্যান্য টুর্নামেন্টেও বাঙালি কিপাররা ভাল খেলে। আগামীদিনেও এটা জারি থাকুক, মনেপ্রাণে চাই।’
গত মরশুমেও দুরন্ত ফর্মে ছিলেন অরিন্দম ভট্টাচার্য। এটিকে–কে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। জাতীয় দলের দরজা কি আবার খুলবে অরিন্দমের জন্য?
More News:
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment