অলিম্পিক চ্যাম্পিয়নদের হারাল ভারত
Share Link:

নিজস্ব প্রতিনিধি: টোকিও অলিম্পিকের আগেই বড়সড় সাফল্য পেল ভারতীয় হকি দল। প্রস্তুতি ম্যাচে গত অলিম্পিকের সোনাজয়ী দল আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মনপ্রীতরা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই নীলকন্ঠ শর্মা করা দুর্দান্তভাবে করা গোলে এগিয়ে যায় ভারত। ১৭ মিনিটের মাথায় আর্জেন্টিনার পেনাল্টি সেভ করে দেন গোলরক্ষক শ্রীজেশ। আর ২৮ মিনিটে ভারত ফলাফল ২-০ করে দেয়। ব্যবধান দ্বিগুণ করেন হরমনপ্রীত সিং। তবে তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে অলিম্পিকের চ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষ গোল করার কিছুক্ষণ পরই রুপিন্দর পলের গোলে এগিয়ে যায় মেন ইন ব্লু।
এরপর খুব দ্রুতই দু’টি গোল করে আঘাত হানে আর্জেন্টিনা। তবে তাতে বিশেষ কিছু লাভ হয়নি। পেনাল্টি কর্ণার থেকে করা বরুণ কুমারের গোলে এগিয়ে যায় ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। যা ভারতীয় দলের জন্য একটা অলিম্পিকের আগে একটা বড় সাফল্য বললেই চলে। প্র্যাকটিস ম্যাচ হলেও এই জয় দলের মনোবল বাড়াবে বলেই মনে করেন কোচ গ্রাহাম রিড।
তিনি বলেন, ‘দারুণ একটা প্র্যাকটিস ম্যাচ হল। দুই দলই কেউ কাউকে একইঞ্চিও জমি ছাড়েনি। প্র্যাকটিস ম্যাচ হলেও অলিম্পিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়টা আমাদের বিশেষভাবে তাতিয়ে দেবে।’
এরপর খুব দ্রুতই দু’টি গোল করে আঘাত হানে আর্জেন্টিনা। তবে তাতে বিশেষ কিছু লাভ হয়নি। পেনাল্টি কর্ণার থেকে করা বরুণ কুমারের গোলে এগিয়ে যায় ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। যা ভারতীয় দলের জন্য একটা অলিম্পিকের আগে একটা বড় সাফল্য বললেই চলে। প্র্যাকটিস ম্যাচ হলেও এই জয় দলের মনোবল বাড়াবে বলেই মনে করেন কোচ গ্রাহাম রিড।
???????? 3-4 ????????
— Hockey India (@TheHockeyIndia) April 7, 2021
Check out the best images from yesterday's encounter between Team India and @ArgFieldHockey ????#IndiaKaGame @Media_SAI @CMO_Odisha @IndiaSports @sports_odisha @Indembarg pic.twitter.com/L9Rk8Tcs6I
তিনি বলেন, ‘দারুণ একটা প্র্যাকটিস ম্যাচ হল। দুই দলই কেউ কাউকে একইঞ্চিও জমি ছাড়েনি। প্র্যাকটিস ম্যাচ হলেও অলিম্পিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়টা আমাদের বিশেষভাবে তাতিয়ে দেবে।’
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment