বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল ভারত। সেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাটরা। মোতেরায় ফের একবার ইংল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া। এবার এক ইনিংস ও ২৫ রানে ম্যাচ জিতল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে ৩-১ ব্যবদানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল তারা। তৃতীয় দিন ব্যাট করতে নেমে আরও একবার ভারতীয় স্পিনারদের কাছে আত্মসমর্পণ করল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। নেপথ্যে সেই অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। দু'জনই দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চেনা চিত্রেই দেখা যায় ইংরেজ ব্যাটসম্যানদের। একএক করে প্যাভিলিয়নে ফিরে যেতে থাকেন তারা। শুধুমাত্র ড্যানিয়েল লরেন্স (৫০) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি বললেই চলে। অধিনায়ক রুট (৩০) খানিকটা চেষ্টা করেছিলেন। উপমহাদেশের মাটিতে তথা স্পিনের উইকেটে খেলার অভ্যাসটা যে নেই সেটা আরও একবার সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইংল্যান্ড দল। দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ। পাশাপাশি বল ব্যাট উভয় বিভাগেই গোটা সিরিজে ভালো প্রদর্শণ করে সিরিজ সেরা হয়েচেন রবিচন্দ্রন অশ্বিন।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। আর ব্যাট করতে নেমে প্রথমেই সিবলির (২) উইকেট হারায় ইংরেজরা। অক্ষর প্যাটেলের শিকার হন তিনি। এর রেশ কাটতে না কাটতেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (৯)। এর কিছুক্ষণ পরই ইংল্যান্ডকে বড় ঝটকাটি দেন পেসার মহম্মদ সিরাজ। জো রুটের উইকেটটি তুলে নেন টিম ইন্ডিয়ার এই পেসার। এলবিডব্লু হয়ে মাত্র ৫ রান করেই ফিরে যেতে হয় রুটকে। ফলে মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ইংরেজরা। এরপর জনি বেয়াস্ট্রো এবং বেন স্টোকস খানিকটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ম্যাচের ২৯তম ওভারে সিরাজের বলে আউট হন বেয়ারস্টো (২৮)। এরপর ক্রিজে আসেন ওলি পোপ (২৯) তবে তিনিও বিশেষ কিছু করতে পারেননি। অর্ধশত রান করেন স্টোকস (৫৫)। হাফ সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থেমে যেতে হয় ড্যানিয়েল লরেন্সকে। ২০৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে পন্থ (১০১), সুন্দর (৯৬) ও অক্ষর (৪৩) ব্যাটের ওপর ভর করে ৩৬৫ রান তোলে ভারত। সর্বাধিক ৪টি উইকেট নেন বেন স্টোকস। প্রথম ইনিংসে ১৬০ রানের লিড নেয় টিম ইন্ডিয়া।
#TeamIndia win the fourth & final @Paytm #INDvENG Test & seal a place in the ICC World Test Championship Final! ????????
— BCCI (@BCCI) March 6, 2021
5⃣ wickets each for @akshar2026 & @ashwinravi99 in the second innings! ????????
Scorecard ???? https://t.co/9KnAXjaKfb pic.twitter.com/YgsoG5LIUW
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। আর ব্যাট করতে নেমে প্রথমেই সিবলির (২) উইকেট হারায় ইংরেজরা। অক্ষর প্যাটেলের শিকার হন তিনি। এর রেশ কাটতে না কাটতেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (৯)। এর কিছুক্ষণ পরই ইংল্যান্ডকে বড় ঝটকাটি দেন পেসার মহম্মদ সিরাজ। জো রুটের উইকেটটি তুলে নেন টিম ইন্ডিয়ার এই পেসার। এলবিডব্লু হয়ে মাত্র ৫ রান করেই ফিরে যেতে হয় রুটকে। ফলে মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ইংরেজরা। এরপর জনি বেয়াস্ট্রো এবং বেন স্টোকস খানিকটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ম্যাচের ২৯তম ওভারে সিরাজের বলে আউট হন বেয়ারস্টো (২৮)। এরপর ক্রিজে আসেন ওলি পোপ (২৯) তবে তিনিও বিশেষ কিছু করতে পারেননি। অর্ধশত রান করেন স্টোকস (৫৫)। হাফ সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থেমে যেতে হয় ড্যানিয়েল লরেন্সকে। ২০৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে পন্থ (১০১), সুন্দর (৯৬) ও অক্ষর (৪৩) ব্যাটের ওপর ভর করে ৩৬৫ রান তোলে ভারত। সর্বাধিক ৪টি উইকেট নেন বেন স্টোকস। প্রথম ইনিংসে ১৬০ রানের লিড নেয় টিম ইন্ডিয়া।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-LIVE
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment