ওমান ও আমিরশাহি ম্যাচের জন্য ঘোষিত হল ভারতীয় দল
Share Link:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। আগামী ২৫শে মার্চ ওমান এবং ২৯শে মার্চ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি। দু’টি ম্যাচই হবে দুবাইয়ের মাটিতে। সেই জন্য মঙ্গলবারই ৩৫ জনের দল ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাক। সেই দলে ডাক পেয়েছেন ঈশান পন্ডিত, লিস্টন কোলাসো এবং বিপিন সিং। একটি বিবৃতিতে ইগর জানিয়েছেন, ‘আমরা মোট ৩৫ জন ফুটবলারকে রেখেছি, আইএসএলের প্লে-অফ বা ফাইনালে যদি কোনও দল ফুটবলার চোট পেয়ে যায় তাহলে ব্যাক-আপ হিসেবে ফুটবলার পেতে অসুবিধা হবে না।’ রাহুল ভেকে, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ ও আশিস রাইদের চোটের কারণে বাদ দেওয়া হয়েছে। ডাক পেয়েছেন গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরিও। ২০২৩ এশিয়া কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির জন্যই এই দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ব্লু টাইগাররা। চলতি বছরের জুন মাসেই ২০২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি খেলবে ভারত। একনজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল-
গোলরক্ষক- গুরপ্রীত সিং সাধু, অমরিন্দর সিং, ধীরাজ সিং, বিশাল কাইথ এবং শুভাশিস রায় চৌধুরি।
ডিফেন্ডার- আশুতোষ মেহেতা, সেরিটন ফার্নান্ডেজ, আকাশ মিশ্রা, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, চিংলেনসানা সিং, সার্থক গোলুই, আদিল খান, মান্দার রাও দেশাই, প্রবীর দাস ও মাসুর শেরিফ।
মিডফিল্ডার- উদান্তা সিং, রওলিন বোর্জেস, লালেনমাউয়িয়া, জিকসন সিং, রেনিয়ার ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, বিপিন সিং, ইয়াসির মহম্মদ, সুরেশ সিং, লিস্টন কোলাসো, হোলিচরণ নার্জারি, লালিয়ানজুয়ালা ছাংতে, আশিক কুরুনিয়ান, রাহুল কেপি, হিতেশ শর্মা ও ফারখ চৌধুরি।
ফরোয়ার্ড- সুনীল ছেত্রী, মনবীর সিং এবং ইশান পন্ডিতা।
গোলরক্ষক- গুরপ্রীত সিং সাধু, অমরিন্দর সিং, ধীরাজ সিং, বিশাল কাইথ এবং শুভাশিস রায় চৌধুরি।
ডিফেন্ডার- আশুতোষ মেহেতা, সেরিটন ফার্নান্ডেজ, আকাশ মিশ্রা, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, চিংলেনসানা সিং, সার্থক গোলুই, আদিল খান, মান্দার রাও দেশাই, প্রবীর দাস ও মাসুর শেরিফ।
মিডফিল্ডার- উদান্তা সিং, রওলিন বোর্জেস, লালেনমাউয়িয়া, জিকসন সিং, রেনিয়ার ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, বিপিন সিং, ইয়াসির মহম্মদ, সুরেশ সিং, লিস্টন কোলাসো, হোলিচরণ নার্জারি, লালিয়ানজুয়ালা ছাংতে, আশিক কুরুনিয়ান, রাহুল কেপি, হিতেশ শর্মা ও ফারখ চৌধুরি।
ফরোয়ার্ড- সুনীল ছেত্রী, মনবীর সিং এবং ইশান পন্ডিতা।
.@stimac_igor names 3️⃣5️⃣-man list of probables for International Friendlies against Oman ???????? and UAE ????????
— Indian Football Team (@IndianFootball) March 2, 2021
Read the statement here ???? https://t.co/rvkQFf5jEY#BackTheBlue ???? #BlueTigers ???? #IndianFootball ⚽ pic.twitter.com/zWnUvVyWe4
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-LIVE
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment