রুটের ঘূর্নিতে ১৪৫ রানে গুটিয়ে গেল ভারত
Share Link:

নিজস্ব প্রতিনিধি: পাল্টা দিলেন জো রুট। মোতেরাতে ইংল্যান্ড অধিনায়কের ঘূর্ণির দাপটে দ্রুতই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। মাত্র ১৪৫ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। দিন-রাতে টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও, বল হাতে সেটা ঢেকে দিলেন রুট। একাই নিয়ে নিলেন পাঁচটি উইকেট। পন্থ, অশ্বিন, ওয়াশিন্টন, অক্ষর ও বুমরাহকে প্যাভিলিয়নের রাস্তা দেখান জো। বাকি উইকেট গুলির চারটি যায় লিচ এবং একটি যায় আর্চারের দখলে। মাত্র ৩৩ রান লিড নেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ইংল্যান্ডও। প্রথম ওভারেই ওপেনার জ্যাক ক্রলে (০) এবং জনি বেয়ারস্টোকে (০) ফিরিয়ে ধাক্কা দেন অক্ষক প্যাটেল। তবে সেই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে ইংরেজ শিবির।
দিন-রাতের এই টেস্টে বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রুট। তবে ব্যাট করতে নেমে শুরুতেই সিবলের (০) উইকেট হারায় ইংরেজরা। কিছুক্ষণ পরই ফিরে যান (০) বেয়ারস্টো। এরপর রুট আর জ্যাক ক্রল খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বিশেষ করে কিছু করতে পারেননি। মাত্র ১৭ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন রুট। এরপর ৫৩ রান করা জ্যাক ক্রলের উইকেট খোয়ায় ইংল্যান্ড। ফলে রীতিমতো চাপে পড়ে যায় ইংরেজরা। সেই চাপ সামলাতে না পেরে বেন স্টোকস (৬), ওলি পোপ (১), আর্চার (১১), লিচ (৩), ফোকসরা (১২) সহ সবাই প্যাভিলিয়নে ফিরে যান। ফলে ১১২ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।W, 0, W! ????????@akshar2026 narrowly misses out on a hat-trick but what a start this has been for the local boy! ????????@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
— BCCI (@BCCI) February 25, 2021
Follow the match ???? https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/00HrgvVyzv
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment