দ্বিতীয় দিন কী লক্ষ্য নিয়ে নামছে টিম ইন্ডিয়া?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিন-রাতে টেস্টে সুবিধাজনক জায়গায় রইল ভারতীয় দল। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৯৯ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (৫৭) এবং অজিঙ্কে রাহানে (১)। দ্বিতীয় দিনের শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলে ইংল্যান্ডকে চাপে ফেলাই হল ভারতের প্রধান লক্ষ্য। দিনের আলো থাকতে থাকতেই অর্থাৎ প্রথম সেশনেই বেশি করে রাত তুলে নিতে চাইবেন রোহিতরা। কারণ ফ্লাড-লাইটের আলোতে ব্যাটিং করাটা সমস্যাজনক হয়ে দাঁড়াচ্ছে। সেটা ভালো মতোই বুঝে গিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। তবে দিনের শেষে বিরাট কোহলির উইকেট হারানোর জন্য বেশ অস্বস্তিতে রয়েছে ভারতীয় শিবির। ওপেনার রোহিত এবং গিল শুরুটা ভালো করলেও ১৫তম ওভারেই উইকেট হারায় টিম ইন্ডিয়া। ১১ রান করে আর্চারের বলে ফিরে যান গিল। এর রেশ কাটতে না কাটতেই পূজারাও(০) প্যাভিলিয়নের রাস্তা ধরেন। জ্যাক লিচের শিকার হন তিনি। দিনের শেষে বিরাট কোহলিকে (২৭) আউট করে আরও একটি ঝটকা দেন বাঁ হাতি ইংরেজ স্পিনার লিচ।
দিন-রাতের এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রুট। তবে ব্যাট করতে নেমে শুরুতেই সিবলের (০) উইকেট হারায় ইংরেজরা। কিছুক্ষণ পরই ফিরে যান (০) বেয়ারস্টো। এরপর রুট আর জ্যাক ক্রল খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বিশেষ করে কিছু করতে পারেননি। মাত্র ১৭ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন রুট। এরপর ৫৩ রান করা জ্যাক ক্রলের উইকেট খোয়ায় ইংল্যান্ড। ফলে রীতিমতো চাপে পড়ে যায় ইংরেজরা। সেই চাপ সামলাতে না পেরে বেন স্টোকস (৬), ওলি পোপ (১), আর্চার (১১), লিচ (৩), ফোকসরা (১২) সহ সবাই প্যাভিলিয়নে ফিরে যান। ফলে ১১২ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।Hello from Ahmedabad ☀️
— BCCI (@BCCI) February 25, 2021
We are Day 2️⃣ ready ???????? #TeamIndia #INDvENG #PinkBallTest @Paytm pic.twitter.com/esHRzYYnIV
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment