এটিকে মোহনবাগানে সুসেইরাজের বদলে নতুন বিদেশি
Share Link:

নিজস্ব প্রতিনিধি : ফের ধাক্কা এটিকে মোহনবাগান দলে। এসিএল ছেঁড়ায় আইএসএলের বাইরে চলে গিয়েছিলেন এটিকে মোহনবাগানের স্ট্রাইকার জবি জাস্টিন। এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪ মিনিটের মাথায় একই ধরনের চোট পেয়ে আইএসএল থেকে ছিটকে গেলেন উইং ব্যাক মাইকেল সুসেইরাজ। জানা গেছে, সুসেইরাজের এসিএলে গ্রেড থ্রি টিয়ার হয়েছে। আগামী সপ্তাহে জবির মতোই তাঁর চোট সারতে অপারেশন জরুরি। চোট গুরুতর বলেই সুসেইরাজের সেরে উঠতে ৬ মাস লাগার সম্ভাবনা।
দলের চিকিৎসকের মত জেনে টিম ম্যানেজমেন্ট ঠিক করবে জবি ও সুসেইরাজের বদলি তারা চাইবে কিনা এফএসডিএলের কাছে। তবে আইএসএলের প্রথম ডার্বির আগে এটা সবুজ–মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা। চিফ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নতুন করে দল নিয়ে ভাবনা–চিন্তা করতে হবে এসসি ইস্টবেঙ্গল ও পরবর্তী ম্যাচের জন্য। সুসেইরাজের বদলি হিসেবে তাঁর হাতে রয়েছেন শুভাশিস বসু। যত দিন না আর কোনও বিকল্প না মেলে, তত দিন শুভাশিসকে খেলানোর পথে হাঁটার সম্ভাবনা হাবাসের।
সুসেইরাজের বিকল্প ফুটবলার কি নেবে টিম ম্যানেজমেন্ট? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভিতরের খবর, বিদেশি উইঙ্গার নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এবারে এটিকে মোহনবাগান ব্যালান্সড টিম। কিন্তু লেফট উইঙ্গার পজিশনে বিকল্প ফুটবলার কম। তাই চিন্তা বেড়েছে।
দলের চিকিৎসকের মত জেনে টিম ম্যানেজমেন্ট ঠিক করবে জবি ও সুসেইরাজের বদলি তারা চাইবে কিনা এফএসডিএলের কাছে। তবে আইএসএলের প্রথম ডার্বির আগে এটা সবুজ–মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা। চিফ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নতুন করে দল নিয়ে ভাবনা–চিন্তা করতে হবে এসসি ইস্টবেঙ্গল ও পরবর্তী ম্যাচের জন্য। সুসেইরাজের বদলি হিসেবে তাঁর হাতে রয়েছেন শুভাশিস বসু। যত দিন না আর কোনও বিকল্প না মেলে, তত দিন শুভাশিসকে খেলানোর পথে হাঁটার সম্ভাবনা হাবাসের।
সুসেইরাজের বিকল্প ফুটবলার কি নেবে টিম ম্যানেজমেন্ট? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভিতরের খবর, বিদেশি উইঙ্গার নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এবারে এটিকে মোহনবাগান ব্যালান্সড টিম। কিন্তু লেফট উইঙ্গার পজিশনে বিকল্প ফুটবলার কম। তাই চিন্তা বেড়েছে।
More News:
24th January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
Leave A Comment