এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ কিবুর দল
Share Link:

নিজস্ব প্রতিনিধি : এগিয়ে গিয়েও জিততে পারলেন না কিবু ভিকুনা। বৃহস্পতিবার আইএসএলে নর্থ–ইস্টের বিরুদ্ধে ২–২ ড্র কেরালা ব্লাস্টার্সের।
ব্যবধান বাড়িয়ে নিয়েও রক্ষণাত্মক হয়ে গিয়ে সর্বনাশ ডেকে আনে কিবুর দল। ম্যাচটা হেরেও যেতে পারত। ৬৫ মিনিটে কোয়েশি আপিয়ার পেনাল্টি মিস করেন। ৫১ মিনিটে আপিয়ার গোলে ১–২ করে নর্থ–ইস্ট। কর্নার থেকে বল পেয়ে বুক দিয়ে নামিয়ে গোলের চেষ্টা করেন। সেই শট বিপক্ষের ফুটবলারের পায়ে প্রতিহত হয়ে এলে গোল করেন।
৫ মিনিটে সিডোনচার গোলে ১–০ করে কেরালা। সত্য সেনের ফ্রি–কিক থেকে ডানপায়ের সুন্দর ইনসুইংয়ে হেডে গোল সিডোনচার। পেনাল্টি থেকে হুপার ২–০ করেন। দ্বিতীয়ার্ধের আপিয়া ১–২ করার পর ৯০ মিনিটে সালিয়ার দুরন্ত গোল। জিততেও পারতো নর্থ ইস্ট।
ব্যবধান বাড়িয়ে নিয়েও রক্ষণাত্মক হয়ে গিয়ে সর্বনাশ ডেকে আনে কিবুর দল। ম্যাচটা হেরেও যেতে পারত। ৬৫ মিনিটে কোয়েশি আপিয়ার পেনাল্টি মিস করেন। ৫১ মিনিটে আপিয়ার গোলে ১–২ করে নর্থ–ইস্ট। কর্নার থেকে বল পেয়ে বুক দিয়ে নামিয়ে গোলের চেষ্টা করেন। সেই শট বিপক্ষের ফুটবলারের পায়ে প্রতিহত হয়ে এলে গোল করেন।
৫ মিনিটে সিডোনচার গোলে ১–০ করে কেরালা। সত্য সেনের ফ্রি–কিক থেকে ডানপায়ের সুন্দর ইনসুইংয়ে হেডে গোল সিডোনচার। পেনাল্টি থেকে হুপার ২–০ করেন। দ্বিতীয়ার্ধের আপিয়া ১–২ করার পর ৯০ মিনিটে সালিয়ার দুরন্ত গোল। জিততেও পারতো নর্থ ইস্ট।
More News:
26th January 2021
26th January 2021
26th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
24th January 2021
23rd January 2021
Leave A Comment