করোনার প্রকোপে বাতিল ঘরোয়া লিগ!
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মারণ ভাইরাস করোনা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এর আগে ক্রীড়া বিশ্বে করোনার থাবায় অনেক টুর্নামেন্ট বাতিল হয়েছে। ঝুলে রয়েছে অলিম্পিকের ভাগ্যও। তবে আয়োজকদের তরফ থেকে চলছে মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। করোনার প্রকোপ এবার পড়ল বঙ্গ ফুটবল মহলেও। স্থগিত হল ২০২০–২১ মরশুমের কলকাতা লিগ। জানা গিয়েছে, প্রিমিয়ার থেকে পঞ্চম ডিভিশন–বি পর্যন্ত কোনও গ্রুপের খেলাই হবে না। গত বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতা লিগ না হলেও বাংলার ফুটবলপ্রেমীদের জন্য থাকছে নয়া আকর্ষণ। ১৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইএফএ ফুটসল কাপ। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তরবঙ্গ কাপ। পরের মরশুমের অর্থাৎ ২০২১–২২ মরশুমের ঘরোয়া লিগের সময় এগিয়ে এসে চলতি বছরের জুলাই মাসে শুরু করার পরিকল্পনা আইএফএ–র। জুন থেকে সইপর্ব শুরু হবে। ফুটসলের জন্য প্রিমিয়ার ডিভিশনের সব ক্লাবকেই আমন্ত্রণ জানানো হয়েছে। সার্দান সমিতি নিশ্চিত করেছে, তারা খেলবেই।
কলকাতা লিগ করার উপায় নেই জয়দীপের। কারণ, এই সময় কলকাতা ময়দানের মাঠগুলোর হকির তত্ত্ববধানে চলে যায়। হকি লিগ চলছে। জয়দীপ বলেন, ‘এই দিনের সভায় ইস্টবেঙ্গল, মোহনবাগান দু’ক্লাবের প্রতিনিধিরাই হাজির ছিলেন। ক্লাবগুলোর সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে, এবারের ঘরোয়া লিগ হবে না। করোনার জন্য ক্লাবগুলির জন্য দল গড়া খুবই কঠিন ব্যাপার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল।’
কলকাতা লিগ না হলেও বাংলার ফুটবলপ্রেমীদের জন্য থাকছে নয়া আকর্ষণ। ১৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইএফএ ফুটসল কাপ। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তরবঙ্গ কাপ। পরের মরশুমের অর্থাৎ ২০২১–২২ মরশুমের ঘরোয়া লিগের সময় এগিয়ে এসে চলতি বছরের জুলাই মাসে শুরু করার পরিকল্পনা আইএফএ–র। জুন থেকে সইপর্ব শুরু হবে। ফুটসলের জন্য প্রিমিয়ার ডিভিশনের সব ক্লাবকেই আমন্ত্রণ জানানো হয়েছে। সার্দান সমিতি নিশ্চিত করেছে, তারা খেলবেই।
কলকাতা লিগ করার উপায় নেই জয়দীপের। কারণ, এই সময় কলকাতা ময়দানের মাঠগুলোর হকির তত্ত্ববধানে চলে যায়। হকি লিগ চলছে। জয়দীপ বলেন, ‘এই দিনের সভায় ইস্টবেঙ্গল, মোহনবাগান দু’ক্লাবের প্রতিনিধিরাই হাজির ছিলেন। ক্লাবগুলোর সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে, এবারের ঘরোয়া লিগ হবে না। করোনার জন্য ক্লাবগুলির জন্য দল গড়া খুবই কঠিন ব্যাপার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল।’
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment