মিশন মুম্বইয়ে দলের রণনীতি জানালেন কৃষ্ণা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: নেহাত এবারের আইএসএল দর্শকশূন্য গ্যালারিতে, নয়তো গ্যালারি কৃষ্ণনামে মুখরিত থাকত। মুম্বই ম্যাচের আগেও সমর্থকদের আশা–ভরসার কেন্দ্রবিন্দুতে ফিজি তারকা। তাঁর ফিট থাকার রহস্য ফাঁস করলেন, ‘সঠিক সময়ে খাওয়া, পর্যাপ্ত ঘুম আর ফিজিক্যাল ট্রেনিং।’ তাতেই ফিটনেসের তুঙ্গে তিনি।
মুম্বই ম্যাচের আগে দলের ডিফেন্ডারদের পারফরমেন্স চাপমুক্ত রেখেছে কৃষ্ণাকে। বলেন, ‘রক্ষণ ভাল খেললে স্ট্রাইকাররা হালকা থাকেন। আশা রাখি, বাকি টুর্নামেন্টেও আমাদের দল এভাবেই পারফর্ম করবে।’ মুম্বই ম্যাচ নিয়ে অকপট রয়। ‘এটা অন্যতম বড় ম্যাচ। ওরাও ভাল দল। তবে পরিকল্পনামাফিক খেললে কাজটা সহজ হবে। ডিফেন্স সামলে কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়াই লক্ষ্য।’ আজ, শুরু থেকে নেই ডেভিড উইলিয়ামস। রয় বলেন, ‘ডেভিড অন্য মাপের ফুটবলার। আমরা আগেও একসঙ্গে খেলেছি। বোঝাপড়া ভাল। যার প্রভাব পড়ে মাঠে।’
মুম্বই ম্যাচটা যে সহজ হবে না কৃষ্ণা জানেন, তিনি এও জানেন, কোন্ ম্যাচে জ্বলে উঠতে হয়।
More News:
24th January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
Leave A Comment