ফেব্রুয়ারি মাসের সেরা হলেন মেসি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আরও একটা ট্রফি গেল লিওনেল মেসির ঝুলিতে। গোটা ফেব্রুয়ারি মাসে ভালো খেলার ফল পেলেন ফুটবলের রাজপুত্র। লা লিগায় ‘প্লেয়ার অব দ্য মন্থ’ হলেন এলএম টেন।
গত মাসে ভালো পারফরম্যান্সের সঙ্গে পাঁচটি গোল এবং দু’টি অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি লা লিগায় এখনও পর্যন্ত ১৯টি গোল করেছেন বার্সা অধিনায়ক। আর গোলের তালিকায় সবার ওপরেই রয়েছেন আর্জেন্টাইন তারকা।
গত মাসে ভালো পারফরম্যান্সের সঙ্গে পাঁচটি গোল এবং দু’টি অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি লা লিগায় এখনও পর্যন্ত ১৯টি গোল করেছেন বার্সা অধিনায়ক। আর গোলের তালিকায় সবার ওপরেই রয়েছেন আর্জেন্টাইন তারকা।
বয়স বাড়লেও এখনও পর্যন্ত ম্যাচের রং নিজেই বদলে দিতে পারেন লিও মেসি। বয়স তার খেলায় একবিন্দুও ছাপ ফেলতে পারেনি। মাঝে বার্সা ছাড়ার কথা ভাবলেও, পরে তা বাস্তবায়িত হয়নি। একটা সময় বলেছিলেন আজীবন থাকতে চান বার্সিলোনাতেই। সেই কথায় রাখছেন ছয়বারের বর্ষসেরা এলএম টেন। তবে ক্লাব ফুটবলে তাঁর যে পরিমান সাফল্য রয়েছে, তার সিকিভাগও নেই দেশের জার্সি গায়ে। যে কারণে তাঁকে অনেকবারই পড়তে হয়েছে সমালোচনার মুখে। তবে মেসিও বরাবরই চেষ্টা করে গিয়েছেন দেশকে ট্রফি দেওয়ার। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না থাকায় দু’বার কোপা এবং একবার বিশ্বকাপ ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার।Leo Messi in February...
— LaLiga English (@LaLigaEN) March 5, 2021
???? Five games.
⚽️ Seven goals.
✨ Two braces.
???? Top scorer.
The @FCBarcelona forward is the #LaLigaSantander Player of the Month for February! ???????? ????#POTM #MVP
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-LIVE
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment