চেন্নাই এক্সপ্রেস নিয়ে সতর্ক এটিকে মোহনবাগান
Share Link:

নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার চেন্নাইন এফসি–র মুখোমুখি এটিকে মোহনবাগান। এই ম্যাচ থেকে জয়ের সরণিতে উঠতে মরিয়া সবুজ মেরুন।
চেন্নাই ম্যাচের প্রস্তুতি এ দিন থেকেই শুরু হল। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এগিেয় থেকেও ড্র হয়েছে। এডু গার্সিয়া এটিকেএমবি মিডিয়ার মারফত বলেন, ‘গোল নয়, আমার কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ। ভাল গোল করলে নিশ্চয়ই আনন্দ হয়। কিন্তু জিতলে সেই গোল প্রকৃত মর্যাদা পায়। গত ম্যাচে গোলটা ধরে রেখে জিততে পারলে বেশি খুশি হতাম।’ জুড়ে দেন, ‘আমরা এমন দুটো দলের বিরুদ্ধে পাঁচ পয়েন্ট নষ্ট করেছি, লিগের অন্যতম সেরা দল। তা ভেবে আর লাভ নেই। চেন্নাই ম্যাচে ফোকাস করছি। ওরা শক্তিশালী দল। আমাদেরও যা শক্তি রয়েছে তাতে আমরা আত্মবিশ্বাসী।’প্রবীর দাস বলেন, ‘গত দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করার জন্য আক্ষেপ থাকলেও চিন্তিত নই। চাপও নেই। পরের ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। লম্বা লিগ। ওঠা–নামা থাকবেই। চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম পর্বে জিততে পারিনি। ড্র হয়েছিল। এবার সেই চাকা ঘোরাতেই হবে। এটাই এখন আমাদের দলের মোটিভেশন। চেন্নাইকে হারানোর মতো শক্তি রয়েছে আমাদের।’
এস সি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচে টিভিতে দেখেছেন সবুজ–মেরুনের সব ফুটবলার। চেন্নাইয়ের প্রতি–আক্রমণ সামলানোর জন্য চিন্তা–ভাবনা শুরু করেছেন আন্তেনিও লোপেজ হাবাস। শুভাশিস বসু বলেন, ‘কোচের স্ট্র্যাটেজি হল ম্যাচ ধরে এগোনো। প্লে–অফের কথা মাথায় না রেখে, চেন্নাই ম্যাচ নিয়ে ভাবছি। সব দলেরই কমবেশি ৯টা করে ম্যাচ বাকি। এখনও পর্যন্ত শেষ চার নিশ্চিত নয় কোনও দলই। একটা বা দুটো ম্যাচ পয়েন্ট টেবিল ঘেঁটে দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে। সব দলই জেতার জন্য মাঠে নামে। লম্বা লিগে অঙ্ক কষে এগোতে হয়। অল আউট আক্রমণে গিয়ে হেরে ফেরার থেকে এক পয়েন্ট অনেক দামি।’
চেন্নাই ম্যাচের প্রস্তুতি এ দিন থেকেই শুরু হল। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এগিেয় থেকেও ড্র হয়েছে। এডু গার্সিয়া এটিকেএমবি মিডিয়ার মারফত বলেন, ‘গোল নয়, আমার কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ। ভাল গোল করলে নিশ্চয়ই আনন্দ হয়। কিন্তু জিতলে সেই গোল প্রকৃত মর্যাদা পায়। গত ম্যাচে গোলটা ধরে রেখে জিততে পারলে বেশি খুশি হতাম।’ জুড়ে দেন, ‘আমরা এমন দুটো দলের বিরুদ্ধে পাঁচ পয়েন্ট নষ্ট করেছি, লিগের অন্যতম সেরা দল। তা ভেবে আর লাভ নেই। চেন্নাই ম্যাচে ফোকাস করছি। ওরা শক্তিশালী দল। আমাদেরও যা শক্তি রয়েছে তাতে আমরা আত্মবিশ্বাসী।’প্রবীর দাস বলেন, ‘গত দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করার জন্য আক্ষেপ থাকলেও চিন্তিত নই। চাপও নেই। পরের ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। লম্বা লিগ। ওঠা–নামা থাকবেই। চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম পর্বে জিততে পারিনি। ড্র হয়েছিল। এবার সেই চাকা ঘোরাতেই হবে। এটাই এখন আমাদের দলের মোটিভেশন। চেন্নাইকে হারানোর মতো শক্তি রয়েছে আমাদের।’
এস সি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচে টিভিতে দেখেছেন সবুজ–মেরুনের সব ফুটবলার। চেন্নাইয়ের প্রতি–আক্রমণ সামলানোর জন্য চিন্তা–ভাবনা শুরু করেছেন আন্তেনিও লোপেজ হাবাস। শুভাশিস বসু বলেন, ‘কোচের স্ট্র্যাটেজি হল ম্যাচ ধরে এগোনো। প্লে–অফের কথা মাথায় না রেখে, চেন্নাই ম্যাচ নিয়ে ভাবছি। সব দলেরই কমবেশি ৯টা করে ম্যাচ বাকি। এখনও পর্যন্ত শেষ চার নিশ্চিত নয় কোনও দলই। একটা বা দুটো ম্যাচ পয়েন্ট টেবিল ঘেঁটে দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে। সব দলই জেতার জন্য মাঠে নামে। লম্বা লিগে অঙ্ক কষে এগোতে হয়। অল আউট আক্রমণে গিয়ে হেরে ফেরার থেকে এক পয়েন্ট অনেক দামি।’
More News:
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment