তৃণমূলে যোগ দিতে পারেন মনোজ!
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বুধবার হুগলীর সাহাগঞ্জে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাতেই তৃণমূলে যোগ দিতে পারেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। সূত্রের খবর থেকে এমনটাই জানা গিয়েছে। মনোজের পাশাপাশি যোগ দিতে পারেন বাংলার আরও এক খেলোয়াড়। এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। যদিও বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। বেশ কিছু দিন আগেই দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। তাই পরিবর্ত হিসেবে মনোজকে দলে টেনে চমক দিতে চাইছে তৃণমূল।
জানা গিয়েছে, হুগলীর কোনও কেন্দ্র থেকে মনোজকে আসন্ন বিধানসভা ভোটে দাঁড় করানোর কথাও ভেবেছে শাসক দল। নিয়মিত বাংলার হয়ে প্রতিনিধিত্ব করলেও, চোট থাকার জন্য এই মুহূর্তে দলের বাইরে রয়েছেন মনোজ তিওয়ারি। ফলে চলতি বিজয় হাজারে ট্রফিতে খেলছেন না তিনি। তবে রাজনীতিতে যোগ দিলে ক্রিকেট কতদিন তাঁর থাকা হবে সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আসল বিষয়টা কী হতে চলেছে সেটা সময়ই বলবে। অন্যদিকে, বাংলার আরেক ক্রিকেটার অশোক দিন্দার রাজনীতিতে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। তবে তিনি কোন দলে যাবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, হুগলীর কোনও কেন্দ্র থেকে মনোজকে আসন্ন বিধানসভা ভোটে দাঁড় করানোর কথাও ভেবেছে শাসক দল। নিয়মিত বাংলার হয়ে প্রতিনিধিত্ব করলেও, চোট থাকার জন্য এই মুহূর্তে দলের বাইরে রয়েছেন মনোজ তিওয়ারি। ফলে চলতি বিজয় হাজারে ট্রফিতে খেলছেন না তিনি। তবে রাজনীতিতে যোগ দিলে ক্রিকেট কতদিন তাঁর থাকা হবে সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আসল বিষয়টা কী হতে চলেছে সেটা সময়ই বলবে। অন্যদিকে, বাংলার আরেক ক্রিকেটার অশোক দিন্দার রাজনীতিতে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। তবে তিনি কোন দলে যাবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।
More News:
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment