জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে অবাক তেওয়াতিয়া
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দেশের হয়ে খেলাটা সকলের কাছেই একটা আলাদা অনুভূতি। এক্ষেত্রে কেউই আলাদা নন। দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাওয়াটা যেন ঝিনুকে ভিতর পাওয়া মুক্তের মতো বিষয় খেলোয়াড়দের কাছে। বিষয়টি আরও একবার বোঝা গেল রাহুল তেওয়াতিয়ার কথায়। ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন এটা প্রথমে বিশ্বাসই করতে পারেননি রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। আর তাতে নাম রয়েছে হরিয়ানার এই ক্রিকেটারের। আর সব থেকে মজার বিষয় হল যেই সময় দল ঘোষণা করা হচ্ছিল তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন রাহুল। তাঁকে টিম ইন্ডিয়ার স্পিনার যুজবেন্দ্র চাহাল ফোনে সুখবরটা প্রথম দেন। তবে ঘুমের ঘোরে ফোনটা ধরে প্রথমে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার কথা বিশ্বাই করতে পারেননি তেওয়াতিয়া। ভেবেছিলেন চাহাল হয়তো তাঁর সঙ্গে মজা করছিলেন। তিনি জানান, ‘খবরটা প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। আমি ভেবেছিলাম ইউজি ভাই আমার সঙ্গে মজা করছে।’
হরিয়ানা দলে অমিত মিশ্র, যুজবেন্দ্র চাহাল, জয়ন্ত যাদবদের অনেক প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। তাই সেখান থেকে আলাদা করে নিজের জাত চেনানোটা রাহুল তেওয়াতিয়ার কাছে বেশ চ্যালেঞ্জেরই ছিল। বাঁ-হাতি অলরাউন্ডার জানান, ‘জীবন সর্বদাই চ্যালেঞ্জের। আমি সবসময়ই চাইতাম একবার সুযোগ আসুক, সেটাকে কাজে লাগাব। এবারের আইপিএলের পর আমার ওপর অনেকের নজর পড়েছে। তাই মনে হয়েছিল একটানা ভালো পারফরম্যান্স করে গেলে জাতীয় দলে ডাক আসবেই। তবে দিনটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবতেই পারিনি।’
হরিয়ানা দলে অমিত মিশ্র, যুজবেন্দ্র চাহাল, জয়ন্ত যাদবদের অনেক প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। তাই সেখান থেকে আলাদা করে নিজের জাত চেনানোটা রাহুল তেওয়াতিয়ার কাছে বেশ চ্যালেঞ্জেরই ছিল। বাঁ-হাতি অলরাউন্ডার জানান, ‘জীবন সর্বদাই চ্যালেঞ্জের। আমি সবসময়ই চাইতাম একবার সুযোগ আসুক, সেটাকে কাজে লাগাব। এবারের আইপিএলের পর আমার ওপর অনেকের নজর পড়েছে। তাই মনে হয়েছিল একটানা ভালো পারফরম্যান্স করে গেলে জাতীয় দলে ডাক আসবেই। তবে দিনটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবতেই পারিনি।’
More News:
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
24th February 2021
Leave A Comment