জিদানহীন বার্নাভ্যুতে বেঞ্জিমার জাদুতে জয় রিয়ালের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বার্নাভ্যুতে ফের ভয়ঙ্কর ভাবে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে আলাভেসকে ৪-১ গোলে ধূলিস্যাত করল জিদান হীন রিয়াল। আর এই জয়ের অন্যতম কান্ডারী ফরাসী তারকা বেঞ্জিমা। তাঁর জোড়া শটেই দুটি গোল আসে রিয়ালের ঝুলিতে। আলাভেস ম্যাচের আগের তিনটি ম্যাচেই জয়ের মুখ দেখেনি জিদানের দল। শনিবার বেঞ্জিমার দাপটে এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে রিয়ালকে।
জানা গিয়েছে, গতকাল আলাভেসের বিরুদ্ধে ম্যাচের শুরু হলে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসামারো। তারপর চল্লিশ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিমা। কয়েক মিনিটের ব্যবধানে তৃতীয় গোলটিকরেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ডের। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে ৫৯ মিনিটের মাথায় আলাভেসের হয়ে ব্যবধান কমায় জোসেলু। কিন্তু রিয়ালের ঘনঘন অ্যাটাকের সামনে মাথা তুলে আর দাঁড়াতে পারেনি আলাভেস। ম্যাচের ৭০ মিনিটের মাথায় উইংয়ে অ্যাটাক হানে রিয়াল। সেই অ্যাটাকে বেঞ্জিমার শটে চতুর্থ গোলটি করে ফেলে রিয়াল।
তারপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আলাভেস।
উল্লেখ্য শুক্রবার করোনা আক্রান্ত হন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার তথা রিয়াল কোচ জিদান। তারপর তিনিই নিজেকে আইসোলেশনে নিয়ে যান।এর আগেও করোনা আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে ছিলেন জিদান। গত বছরও জানুয়ারির শুরুর দিকের ঘটনা। তখন করোনা পরীক্ষা করানো হয় তাঁর। রিপোর্ট নেগেটিভ আসার পরেই অনুশীলনে ফের যোগ দেন।
অন্যদিকে জিদানের সঙ্গে একই দিনে করোনা আক্রান্ত আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও আগুয়রাও। করোনা পরীক্ষা করা হলে তাঁর দেহে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গতকাল আলাভেসের বিরুদ্ধে ম্যাচের শুরু হলে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসামারো। তারপর চল্লিশ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিমা। কয়েক মিনিটের ব্যবধানে তৃতীয় গোলটিকরেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ডের। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে ৫৯ মিনিটের মাথায় আলাভেসের হয়ে ব্যবধান কমায় জোসেলু। কিন্তু রিয়ালের ঘনঘন অ্যাটাকের সামনে মাথা তুলে আর দাঁড়াতে পারেনি আলাভেস। ম্যাচের ৭০ মিনিটের মাথায় উইংয়ে অ্যাটাক হানে রিয়াল। সেই অ্যাটাকে বেঞ্জিমার শটে চতুর্থ গোলটি করে ফেলে রিয়াল।
তারপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আলাভেস।
উল্লেখ্য শুক্রবার করোনা আক্রান্ত হন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার তথা রিয়াল কোচ জিদান। তারপর তিনিই নিজেকে আইসোলেশনে নিয়ে যান।এর আগেও করোনা আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে ছিলেন জিদান। গত বছরও জানুয়ারির শুরুর দিকের ঘটনা। তখন করোনা পরীক্ষা করানো হয় তাঁর। রিপোর্ট নেগেটিভ আসার পরেই অনুশীলনে ফের যোগ দেন।
অন্যদিকে জিদানের সঙ্গে একই দিনে করোনা আক্রান্ত আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও আগুয়রাও। করোনা পরীক্ষা করা হলে তাঁর দেহে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
More News:
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment