এই হারটা ফুটবলারদের তাতিয়ে দেবে: সঞ্জয়
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ২০১৫ সালে তাঁর কোচিংয়ে আই লিগ জিতেছিল মোহনবাগান। সেই সুবাদে ২০১৬-তে সবুজ-মেরুন খেলেছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে। এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে খেলার সুযোগ নষ্ট হয় এটিকে মোহনবাগানের। সেদিনের মোহনবাগান কোচ এখন এটিকে মোহনবাগানের সহকারী কোচ। বিকেলে যখন ফোনে ধরা গেল, তখন তাঁর গলায় হতাশার সুর, ‘এত কাছে এসেও পারলাম না। খুবই খারাপ লাগছে। ফুটবল নিষ্ঠুর, তা প্রমাণিত হল। একেকদিন এরকম যায়। যাকে বলে পাওয়ার অফ হয়ে যাওয়া। কোনও বিভাগেই দল খেলতে পারেনি। সবেতেই মুম্বই টেক্কা দিয়ে গেছে আমাদের। যোগ্য দল হিসেবেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পেয়েছে ওরা।’
সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘আমার কোচিংয়ে মোহনবাগান কোয়ালিফাইং রাউন্ড খেলেছিল। এবার গ্রুপ পর্যায়ে খেলতে পারলে বিরাট ব্যাপার হত। মরশুমের শুরু থেকে এই লক্ষ্যেই এগিয়েছিলাম। কারণ, তিনবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া হয়ে গিয়েছিল। তাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করেছিলাম সবাই। তবে যা হয়নি, তা নিয়ে ভেবে লাভ নেই। এখন সামনের দিকে তাকাতে হবে।’
২০১৬ সালে কোয়ালিফায়ারে যুবভারতীতে ট্যাম্পাইন রোভার্সকে ৩–১ হারালেও স্টেজ–টু’তে চিনের মাটিতে শ্যানডং এফসি–র কাছে বিধ্বস্ত হতে হয়েছিল সবুজ–মেরুনকে। সেই প্রসঙ্গ তুলতেই সঞ্জয় বলেন, ‘তখন পরিস্থিতি আলাদা। আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট খেলার সুযোগ পেলাম, দুম করে নেমে গেলাম, এভাবে হয় না। এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলে এএফসি কাপ খেলার সুযোগ পাব। এবারের এএফসি কাপ নিয়ে কোচ–ম্যানেজমেন্ট নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা নিয়ে রেখেছে।’
এএফসি কাপে প্রথম একাদশে বিদেশির সংখ্যা কমে যাবে। তা মানিয়ে নিতে কোনও সমস্যা হবে? চটজলদি সঞ্জয়ের জবাব, ‘কোনও টুর্নামেন্ট খেলার শুরুতেই যদি জানতে পারি, ক’জন বিদেশি খেলবে, সেইমতো প্রস্তুতি নেওয়া যায়। বিদেশির সংখ্যা মাথায় রেখে দলের ফর্মেশনও সেইভাবে তৈরি হবে। তাছাড়া, এটা আমাদের যদি সমস্যা হয়, বিপক্ষেরও সমস্যা।’
মুম্বইয়ের বিরুদ্ধে সন্দেশ ঝিঙ্গানের চোট পেয়ে মাঠ ছাড়া কি ফ্যাক্টর হল? সঞ্জয়ের জবাব, ‘সন্দেশ মাঠে থাকাকালীন গোল হজম করতে হয়েছে। সন্দেশের না থাকায় ক্ষতি হয়েছে। তবে, এটা নিয়ে অজুহাত দিতে চাই না। মুম্বইয়েরও হুগো বোমাস, রাওলিন বর্জেস ছিল না। ওরা কি ম্যাচ জেতেনি। কারও জন্য কিছু আটাকায় না। হারটা ফুটবলারদের আঁতে ঘা দিয়েছে। ওরা বুঝতে পারছে, সারা মরশুম ভাল খেলে একটা ম্যাচ জিততে না পেরে কত বড় ক্ষতি হয়ে গেল।’
সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘আমার কোচিংয়ে মোহনবাগান কোয়ালিফাইং রাউন্ড খেলেছিল। এবার গ্রুপ পর্যায়ে খেলতে পারলে বিরাট ব্যাপার হত। মরশুমের শুরু থেকে এই লক্ষ্যেই এগিয়েছিলাম। কারণ, তিনবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া হয়ে গিয়েছিল। তাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করেছিলাম সবাই। তবে যা হয়নি, তা নিয়ে ভেবে লাভ নেই। এখন সামনের দিকে তাকাতে হবে।’
২০১৬ সালে কোয়ালিফায়ারে যুবভারতীতে ট্যাম্পাইন রোভার্সকে ৩–১ হারালেও স্টেজ–টু’তে চিনের মাটিতে শ্যানডং এফসি–র কাছে বিধ্বস্ত হতে হয়েছিল সবুজ–মেরুনকে। সেই প্রসঙ্গ তুলতেই সঞ্জয় বলেন, ‘তখন পরিস্থিতি আলাদা। আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট খেলার সুযোগ পেলাম, দুম করে নেমে গেলাম, এভাবে হয় না। এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলে এএফসি কাপ খেলার সুযোগ পাব। এবারের এএফসি কাপ নিয়ে কোচ–ম্যানেজমেন্ট নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা নিয়ে রেখেছে।’
এএফসি কাপে প্রথম একাদশে বিদেশির সংখ্যা কমে যাবে। তা মানিয়ে নিতে কোনও সমস্যা হবে? চটজলদি সঞ্জয়ের জবাব, ‘কোনও টুর্নামেন্ট খেলার শুরুতেই যদি জানতে পারি, ক’জন বিদেশি খেলবে, সেইমতো প্রস্তুতি নেওয়া যায়। বিদেশির সংখ্যা মাথায় রেখে দলের ফর্মেশনও সেইভাবে তৈরি হবে। তাছাড়া, এটা আমাদের যদি সমস্যা হয়, বিপক্ষেরও সমস্যা।’
মুম্বইয়ের বিরুদ্ধে সন্দেশ ঝিঙ্গানের চোট পেয়ে মাঠ ছাড়া কি ফ্যাক্টর হল? সঞ্জয়ের জবাব, ‘সন্দেশ মাঠে থাকাকালীন গোল হজম করতে হয়েছে। সন্দেশের না থাকায় ক্ষতি হয়েছে। তবে, এটা নিয়ে অজুহাত দিতে চাই না। মুম্বইয়েরও হুগো বোমাস, রাওলিন বর্জেস ছিল না। ওরা কি ম্যাচ জেতেনি। কারও জন্য কিছু আটাকায় না। হারটা ফুটবলারদের আঁতে ঘা দিয়েছে। ওরা বুঝতে পারছে, সারা মরশুম ভাল খেলে একটা ম্যাচ জিততে না পেরে কত বড় ক্ষতি হয়ে গেল।’
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment