বদলার ম্যাচের জন্য কতটা তৈরি ইস্টবেঙ্গল…
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সময়টা একদমই ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না, সব কিছুই ভেস্তে যাচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার ফের মাঠে নামতে হচ্ছে লাল-হলুদকে। যে ফতোরদা স্টেডিয়াম তিন দিন আগেই চরম হতাশ করেছে তাদের, সেই ফতোরদাতেই এসসি ইস্টবেঙ্গলের কঠিন পরীক্ষা। যদিও এই পরীক্ষায় পাস বা ফেল করার তেমন কোনও তাগিদ নেই লাল-হলুদ জার্সিধারীদের। কিন্ত পাস করলে বা জিতলে কিছুটা হলেও মান বাঁচবে। লিগ টেবিলের একেবারে নীচে নেমে যেতে হবে না তাদের। তবে প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেডের ক্ষেত্রে এই ম্যাচটা অবশ্য বেশ গুরুত্বপূর্ণ। এক বা দুই না হোক, লিগের সেরা চারে তিন বা চার নম্বর হয়ে তো সেমিফাইনালে ওঠাই যায়। সেই দৌড়ে টিকে থাকতে গেলে মঙ্গলবার ফতোরদায় শেষ হাসি হাসতে হবে খালিদ জামিলের দলকে।
দিন কয়েক আগে নর্থইস্ট কোচ জানান, ‘আজ আমরা জিততে না পারলেও ছেলেদের ফাইটিং স্পিরিট নিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। মুহূর্তের মনসংযোগের অভাবে আমরা দু’মিনিটে দু’গোল খেয়ে যাই ঠিকই। কিন্তু আমাদের যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে, সেটাই ফের প্রমাণ করে দিয়েছে আমাদের ছেলেরা।’ খালিদ সোমবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আসেননি। পাঠান সহকারী কোচ অ্যালিসন খার্সিনতিউকে, যিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের হালকা ভাবে নিলে চলবে না। আমাদের রক্ষণ, আক্রমণ সব দিক দিয়েই ভালো খেলতে হবে। সুযোগ তৈরি করতে হবে এবং সেগুলোকে কাজে লাগাতে হবে। ৯০ মিনিট ধরেই নিজেদের সেরাটা দিতে হবে। আশা করি কাল তিন পয়েন্টই পাব।’
অন্যদিকে, দলের সহকারী কোচ অ্যান্থনি গ্রান্ট বলেন, ‘এটাই জামার হাতা গুটিয়ে মাঠে ফিরে আসার আসল সময়। তবে আমাদের ছেলেদের মোটিভেশন নিয়ে কোনও সমস্যা হবে বলে মনে হয় না। নিজেদের ক্ষমতা ও দক্ষতার প্রমাণ দেওয়ার এটাই তো আসল সময়। ওরা খুবই ভাল দল। ওরা মরশুম শুরু করেছে খুব ভালো ভাবে। ওদের দলটাও ভাল ভাবে সাজিয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতার ভাল মিশ্রণ রয়েছে। সেরা চারে একটা জায়গা ওদের প্রাপ্য। কাল আমাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।’
দিন কয়েক আগে নর্থইস্ট কোচ জানান, ‘আজ আমরা জিততে না পারলেও ছেলেদের ফাইটিং স্পিরিট নিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। মুহূর্তের মনসংযোগের অভাবে আমরা দু’মিনিটে দু’গোল খেয়ে যাই ঠিকই। কিন্তু আমাদের যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে, সেটাই ফের প্রমাণ করে দিয়েছে আমাদের ছেলেরা।’ খালিদ সোমবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আসেননি। পাঠান সহকারী কোচ অ্যালিসন খার্সিনতিউকে, যিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের হালকা ভাবে নিলে চলবে না। আমাদের রক্ষণ, আক্রমণ সব দিক দিয়েই ভালো খেলতে হবে। সুযোগ তৈরি করতে হবে এবং সেগুলোকে কাজে লাগাতে হবে। ৯০ মিনিট ধরেই নিজেদের সেরাটা দিতে হবে। আশা করি কাল তিন পয়েন্টই পাব।’
অন্যদিকে, দলের সহকারী কোচ অ্যান্থনি গ্রান্ট বলেন, ‘এটাই জামার হাতা গুটিয়ে মাঠে ফিরে আসার আসল সময়। তবে আমাদের ছেলেদের মোটিভেশন নিয়ে কোনও সমস্যা হবে বলে মনে হয় না। নিজেদের ক্ষমতা ও দক্ষতার প্রমাণ দেওয়ার এটাই তো আসল সময়। ওরা খুবই ভাল দল। ওরা মরশুম শুরু করেছে খুব ভালো ভাবে। ওদের দলটাও ভাল ভাবে সাজিয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতার ভাল মিশ্রণ রয়েছে। সেরা চারে একটা জায়গা ওদের প্রাপ্য। কাল আমাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।’
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment