অস্ট্রেলিয়ায় সিরিজ জয়, খুশির হাওয়া ক্রিকেটমহল থেকে বলিউডেও
Share Link:

নিজস্ব প্রতিনিধি : ' রেড লেটার ডে।' অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের ঐতিহাসিক সিরিজ় জয়কে বর্ণনা করলেন বাংলা দলের বর্তমান কোচ এবং ভারতীয় দলের প্রাক্তন ওপেনার অরুণলাল । আপ্লুত দীপ দাশগুপ্ত থেকে দেবাং গান্ধিরা । খুশির ছোয়া ভারতীয় ক্রিকেটের প্রাক্তনী মহলেও।
আরও পড়ুন 'তাণ্ডব'-এর বিরুদ্ধে মামলা করবে মধ্যপ্রদেশ সরকার
অরুণ লাল বলেন, 'কার্যত ইন্ডিয়া এ দল খেলছে ব্রিসবেনে । যেখানে ৩২ বছর অস্ট্রেলিয়া অপরাজিত। সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার করল ভারত। মনে করি, এই জয় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় জয়।' জুড়ে দেন, 'ছত্রিশ রানে অল আউট হওয়ার পর যেকোনও দলের পক্ষেই ঘুরে দাঁড়ানো কঠিন। সেই জায়গায় প্রায় নতুন ভারতীয় ক্রিকেট দল সেরা শক্তির অস্ট্রেলিয়াকে ব্রিসবেনে হারিয়ে দিল । বোলাররা অসাধারণ বল করেছে । ব্যাটসম্যানদের ভয়ডরহীন ব্যাটিং, আমাকে মুগ্ধ করেছে।'
আরও পড়ুন করোনায় আক্রান্ত লিলি চক্রবর্তী
টুইটারে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও। কী জয়! ইইয়েসস! অ্যাডিলেডে টেস্টে হারের পর যারা আমাদের সন্দেহ করেছিল, তাঁদের জন্যই এই বার্তা। টিমের প্রতিটি খেলোওয়াড় ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন। এই ঐতিহাসিক জয় উপভোগ করুন, চিয়ার্স!
আরও পড়ুন কিছু স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিতে চাইছেন না, দুঃখপ্রকাশ কেন্দ্রের
অভিনন্দন জানাতে ভোলেননি স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডল্কার। টুইট বার্তায় তিনি বলেন, যদি আপনি জীবনে কখনও ৩৬ বা তার চেয়ে কম স্কোর করেন,তাহলে মনে করবেন জীবনে এটাই শেষ নয়। আপনি যখন সাফল্য পাবেন তখন বিশ্ব আপনাকে নিয়ে লেখার সময় সেই মুহূর্ত উদযাপন করতে ভুলবেন না।
আরও পড়ুন উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে চূর্ণবিচূর্ণ করে জয়ের পর টিম ইন্ডিয়ার জন্য ৫ কোটি টাকার টিম বোনাস ঘোষণা করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তণ ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এদিন টুইট বার্তায় বলেন, অসাধারন একটি জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে টেস্ট সিরিজ জয় ভারতীয় ক্রিকেট চির কাল মনে রাখবে। এই জয়ের জন্য ৫ কোটি টাকার একটি বোনাস ঘোষণা করল বিসিসিআই।
আরও পড়ুন সাহস থাকলে শুধু নন্দীগ্রামেই লড়াই করুন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর
দীপ দাশগুপ্ত বলেন, "প্রথম থেকে বলেছিলাম লড়াই হবে। আমি হাল ছাড়িনি। ছত্রিশ রানে অল আউট হওয়ার পর মেলবোর্নে ঘুরে দাড়িয়েছে । ব্রিসবেনে শেষ দিনে প্রথম থেকে ছন্দময় ক্রিকেট খেলেছে । শুভমন গিল রান তাড়া করা শুরু করেছিল । ঋষভ পন্থ সেই কাজটা সহজে শেষ করল । ওরা সেঞ্চুরি পায়নি । কিন্তু ওদের ইনিংস সেঞ্চুরির চেয়েও মূল্যবান।'
আরও পড়ুন টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায়! ২৮, ২৯, ৩০ জানুয়ারি
প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধি বলেন, 'পুরো দলটাই একজোট হয়ে লড়েছে । শান্ত অথচ আগ্রাসী লড়াই করেছে। বিদেশের মাটিতে চতুর্থ ইনিংসে ভারতীয় দল এত ভালো ইনিংস কবে খেলেছে মনে করতে পারছি না। প্রত্যেকেই নিজেদের অবদান রেখেছে। বোলাররা সকলেই নতুন । কিন্তু অকুতোভয় পারফরম্যান্স । ব্যাট হাতে পন্থ, গিল, শার্দুল,ওয়াশিংটন সুন্দর নিজেদের ছাপিয়ে গিয়েছে । সত্যিই আজকের দিনটা খুব ভালো কাটল।'
আরও পড়ুন মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি, আক্রমণ মমতার
শুধু ২২ গজই নয়। মাঠের বাইরে বলিউড থেকে এসেছে একের পর শুভেচ্ছা বার্তা , এদিন ব্রিসবেন জয়ের খবর পেতেই টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কিং খান। তিনি বলেন, এটি আমাদের জন্য এক দুর্দান্ত জয়, আজকের ম্যাচের জন্য সারারাত জেগেছিলাম, এবার শান্তিতে ঘুমোতে পারব আর এই ঐতিহাসিক মুহূর্তের স্বাদ নেব। আমাদের সমস্ত ছেলেদের প্রতি ভালবাসা,এই জয়ের মধ্যে দিয়ে ছেলেদের শক্তির প্রশংসা করি, চক দে!
আরও পড়ুন বাংলায় ধমকালে মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেব! সায়নীর পাশে মমতা
উল্লেখ্য, গাব্বায় প্রথমবার জিতল ভারত। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয়ের ফলে বর্ডার–গাভাসকার ট্রফি রইল ভারতেরই দখলে। সোমবার শেষ বেলায় ব্যাট করতে নেমে স্মিথ-পেইনদের ৩২৮র টার্গেট ক্রমশই কঠিন হয়ে পড়েছিল রাহানেদের কাছে। কিন্তু কঠিন হলেও শুরু থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন তরুন তুর্কি ওপেনার শুভমন গিলন। ২২ গজে নেমেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। এরপর রাহানে পন্থদের ব্যাটিংইয়ে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন মনের মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার যে বিষয়গুলি মাথায় রাখবেন
আরও পড়ুন 'তাণ্ডব'-এর বিরুদ্ধে মামলা করবে মধ্যপ্রদেশ সরকার
অরুণ লাল বলেন, 'কার্যত ইন্ডিয়া এ দল খেলছে ব্রিসবেনে । যেখানে ৩২ বছর অস্ট্রেলিয়া অপরাজিত। সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার করল ভারত। মনে করি, এই জয় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় জয়।' জুড়ে দেন, 'ছত্রিশ রানে অল আউট হওয়ার পর যেকোনও দলের পক্ষেই ঘুরে দাঁড়ানো কঠিন। সেই জায়গায় প্রায় নতুন ভারতীয় ক্রিকেট দল সেরা শক্তির অস্ট্রেলিয়াকে ব্রিসবেনে হারিয়ে দিল । বোলাররা অসাধারণ বল করেছে । ব্যাটসম্যানদের ভয়ডরহীন ব্যাটিং, আমাকে মুগ্ধ করেছে।'
আরও পড়ুন করোনায় আক্রান্ত লিলি চক্রবর্তী
টুইটারে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও। কী জয়! ইইয়েসস! অ্যাডিলেডে টেস্টে হারের পর যারা আমাদের সন্দেহ করেছিল, তাঁদের জন্যই এই বার্তা। টিমের প্রতিটি খেলোওয়াড় ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন। এই ঐতিহাসিক জয় উপভোগ করুন, চিয়ার্স!
আরও পড়ুন কিছু স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিতে চাইছেন না, দুঃখপ্রকাশ কেন্দ্রের
অভিনন্দন জানাতে ভোলেননি স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডল্কার। টুইট বার্তায় তিনি বলেন, যদি আপনি জীবনে কখনও ৩৬ বা তার চেয়ে কম স্কোর করেন,তাহলে মনে করবেন জীবনে এটাই শেষ নয়। আপনি যখন সাফল্য পাবেন তখন বিশ্ব আপনাকে নিয়ে লেখার সময় সেই মুহূর্ত উদযাপন করতে ভুলবেন না।
আরও পড়ুন উঠল পর্দার আড়াল, নাম করে সরাসরি অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে চূর্ণবিচূর্ণ করে জয়ের পর টিম ইন্ডিয়ার জন্য ৫ কোটি টাকার টিম বোনাস ঘোষণা করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তণ ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এদিন টুইট বার্তায় বলেন, অসাধারন একটি জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে টেস্ট সিরিজ জয় ভারতীয় ক্রিকেট চির কাল মনে রাখবে। এই জয়ের জন্য ৫ কোটি টাকার একটি বোনাস ঘোষণা করল বিসিসিআই।
আরও পড়ুন সাহস থাকলে শুধু নন্দীগ্রামেই লড়াই করুন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর
দীপ দাশগুপ্ত বলেন, "প্রথম থেকে বলেছিলাম লড়াই হবে। আমি হাল ছাড়িনি। ছত্রিশ রানে অল আউট হওয়ার পর মেলবোর্নে ঘুরে দাড়িয়েছে । ব্রিসবেনে শেষ দিনে প্রথম থেকে ছন্দময় ক্রিকেট খেলেছে । শুভমন গিল রান তাড়া করা শুরু করেছিল । ঋষভ পন্থ সেই কাজটা সহজে শেষ করল । ওরা সেঞ্চুরি পায়নি । কিন্তু ওদের ইনিংস সেঞ্চুরির চেয়েও মূল্যবান।'
আরও পড়ুন টানা ৩ দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায়! ২৮, ২৯, ৩০ জানুয়ারি
প্রাক্তন নির্বাচক দেবাং গান্ধি বলেন, 'পুরো দলটাই একজোট হয়ে লড়েছে । শান্ত অথচ আগ্রাসী লড়াই করেছে। বিদেশের মাটিতে চতুর্থ ইনিংসে ভারতীয় দল এত ভালো ইনিংস কবে খেলেছে মনে করতে পারছি না। প্রত্যেকেই নিজেদের অবদান রেখেছে। বোলাররা সকলেই নতুন । কিন্তু অকুতোভয় পারফরম্যান্স । ব্যাট হাতে পন্থ, গিল, শার্দুল,ওয়াশিংটন সুন্দর নিজেদের ছাপিয়ে গিয়েছে । সত্যিই আজকের দিনটা খুব ভালো কাটল।'
আরও পড়ুন মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি, আক্রমণ মমতার
শুধু ২২ গজই নয়। মাঠের বাইরে বলিউড থেকে এসেছে একের পর শুভেচ্ছা বার্তা , এদিন ব্রিসবেন জয়ের খবর পেতেই টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কিং খান। তিনি বলেন, এটি আমাদের জন্য এক দুর্দান্ত জয়, আজকের ম্যাচের জন্য সারারাত জেগেছিলাম, এবার শান্তিতে ঘুমোতে পারব আর এই ঐতিহাসিক মুহূর্তের স্বাদ নেব। আমাদের সমস্ত ছেলেদের প্রতি ভালবাসা,এই জয়ের মধ্যে দিয়ে ছেলেদের শক্তির প্রশংসা করি, চক দে!
আরও পড়ুন বাংলায় ধমকালে মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেব! সায়নীর পাশে মমতা
উল্লেখ্য, গাব্বায় প্রথমবার জিতল ভারত। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয়ের ফলে বর্ডার–গাভাসকার ট্রফি রইল ভারতেরই দখলে। সোমবার শেষ বেলায় ব্যাট করতে নেমে স্মিথ-পেইনদের ৩২৮র টার্গেট ক্রমশই কঠিন হয়ে পড়েছিল রাহানেদের কাছে। কিন্তু কঠিন হলেও শুরু থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন তরুন তুর্কি ওপেনার শুভমন গিলন। ২২ গজে নেমেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। এরপর রাহানে পন্থদের ব্যাটিংইয়ে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন মনের মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার যে বিষয়গুলি মাথায় রাখবেন
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment