সুইস ওপেনের শেষচারে সিন্ধু-শ্রীকান্ত
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সুইস ওপেনের শেষচারে পৌঁছালেন পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত। থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসনানকে হারালেন সিন্ধু। খেলার ফলাফল ২১-১৬, ২৩-২১। দ্বিতীয়ে সেটে বেশ কিছুটা লড়াই করলেও ভারতীয় শাটলারকে হারাতে পারেননি বুসনান। সিন্ধুর পরবর্তী প্রতিপক্ষ হল মিয়া ব্লিচফিল্ড। এর আগে তিনবার মিয়ার মুখোমুখি হয়েছেন সিন্ধু, আর প্রতিবারই হারের মুখ দেখতে হয়েছে তাঁকে।
পাশাপাশি, পুরুষদের বিভাগে জিতে সেমির টিকিট পাকা করলেন শ্রীকান্তও। কোয়ার্টার ফাইনালে তিনি থাইল্যান্ডের প্রতিপক্ষ ওয়াংচারোনকে ২১-১৯ এবং ২১-১৫ ব্যবধানে হারিয়ে দেন কিদাম্বি। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ হল ড্যানিশ তারকা ভিক্টর অ্যাক্সেলসন। অন্যদিকে, ডাবলসের শেষচারে পা দিলেন সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। এই সুইস ওপেনকেই ভারতীয়রা অলিম্পিকের প্রস্তুতি পর্ব হিসেবে বেছে নিয়েছেন।
Continuing up the ladder onto the semifinals! #SwissOpen #Semis #Badminton #BWF pic.twitter.com/lAE1XsUJiS
— Kidambi Srikanth (@srikidambi) March 6, 2021
পাশাপাশি, পুরুষদের বিভাগে জিতে সেমির টিকিট পাকা করলেন শ্রীকান্তও। কোয়ার্টার ফাইনালে তিনি থাইল্যান্ডের প্রতিপক্ষ ওয়াংচারোনকে ২১-১৯ এবং ২১-১৫ ব্যবধানে হারিয়ে দেন কিদাম্বি। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ হল ড্যানিশ তারকা ভিক্টর অ্যাক্সেলসন। অন্যদিকে, ডাবলসের শেষচারে পা দিলেন সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। এই সুইস ওপেনকেই ভারতীয়রা অলিম্পিকের প্রস্তুতি পর্ব হিসেবে বেছে নিয়েছেন।
More News:
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-LIVE
18th April 2021
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
Leave A Comment