সুব্রত পালের দল হায়দরাবাদ পাল্টে গেছে
Share Link:

নিজস্ব প্রতিনিধি : সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। অন্ধকারে পরই ভোরের সূর্য ওঠে। গত মরশুমে চূড়ান্ত ব্যর্থতার পর এবার পাল্টে গেছে নিজামের শহরের দল। ওডিশা এফসি–কে ১–০ হারিয়ে দুরন্ত শুরু হায়দরাবাদের।
সোমবারের আইএসএল ম্যাচে ওডিশা এফসি–র তারকা বিদেশি স্টিভেন টেলরকে নিয়ে অনেক আশা ছিল। তিনি ছন্দে থাকলেও দলকে জেতাতে পারেননি। গত মরশুমে একটা ম্যাচেও ক্লিনশিট রাখতে পারেনি হায়দরাবাদ। এবার ক্লিনশিট রেখে টুর্নামেন্টে অভিযান শুরু।
আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল হায়দরাবাদ এফসি। বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট হয়েছে। আরও বেশি ব্যবধানে জিততেই পারত। হায়দরাবাদের অ্যারিদানে সান্তানা দুরন্ত। গোটা ম্যাচে তঁার পারফরমেন্স ঝলমল করেছে। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১–০ এগিয়েও দেন। ৩৩ মিনিটে বক্সের মধ্যে থেকে হোলিচরণ নার্জারির শট শুয়ে পড়ে ট্যাকল করে বঁাচাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে হাতে লাগান টেলর। পেনাল্টি থেকে গোল সান্তানার।
ওডিশা এফসি–র বিদেশি মার্সেলিনহো মাঠে থেকে বিরক্তিকর ফুটবল উপহার দিয়েছেন। ৫২ মিনিটে কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার তঁাকে তুলে নেন। সতীর্থদের কোনও সাহায্য না পেয়ে নিউক্যাসলে ২১৫ ম্যাচ খেলা টেলরকে ভীষণ অসহায় লাগছিল। হায়দরাবাদ মাঝমাঠ জমাট রেখে ইতিবাচক ভঙ্গিতে গোটা ম্যাচে বিপক্ষের উপর চাপ বজায় রেখে গেছেন। প্রথম ম্যাচে কোচ ম্যানুয়েল রোকার বজিমাত। সাংবাদিক বৈঠকে বলেন, ‘প্রথম ম্যাচ সবসময়ের জন্য কঠিন। ছেলেরা জিতেছে। ওদের কৃতিত্ব দিতে চাই। ওদের জন্যই তিন পয়েন্ট এসেছে। পরের ম্যাচ টার্গেট করছি।’ ওডিশা এফসি–র কোচ ব্যাক্সটার বলেন, ‘আমি যে স্ট্র্যাটেজিতে খেলতে চেয়েছিলাম তা ক্লিক করেনি। মার্সেলিনহোর দিন ছিল না। আশা রাখি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে।’
সোমবারের আইএসএল ম্যাচে ওডিশা এফসি–র তারকা বিদেশি স্টিভেন টেলরকে নিয়ে অনেক আশা ছিল। তিনি ছন্দে থাকলেও দলকে জেতাতে পারেননি। গত মরশুমে একটা ম্যাচেও ক্লিনশিট রাখতে পারেনি হায়দরাবাদ। এবার ক্লিনশিট রেখে টুর্নামেন্টে অভিযান শুরু।
আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল হায়দরাবাদ এফসি। বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট হয়েছে। আরও বেশি ব্যবধানে জিততেই পারত। হায়দরাবাদের অ্যারিদানে সান্তানা দুরন্ত। গোটা ম্যাচে তঁার পারফরমেন্স ঝলমল করেছে। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১–০ এগিয়েও দেন। ৩৩ মিনিটে বক্সের মধ্যে থেকে হোলিচরণ নার্জারির শট শুয়ে পড়ে ট্যাকল করে বঁাচাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে হাতে লাগান টেলর। পেনাল্টি থেকে গোল সান্তানার।
ওডিশা এফসি–র বিদেশি মার্সেলিনহো মাঠে থেকে বিরক্তিকর ফুটবল উপহার দিয়েছেন। ৫২ মিনিটে কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার তঁাকে তুলে নেন। সতীর্থদের কোনও সাহায্য না পেয়ে নিউক্যাসলে ২১৫ ম্যাচ খেলা টেলরকে ভীষণ অসহায় লাগছিল। হায়দরাবাদ মাঝমাঠ জমাট রেখে ইতিবাচক ভঙ্গিতে গোটা ম্যাচে বিপক্ষের উপর চাপ বজায় রেখে গেছেন। প্রথম ম্যাচে কোচ ম্যানুয়েল রোকার বজিমাত। সাংবাদিক বৈঠকে বলেন, ‘প্রথম ম্যাচ সবসময়ের জন্য কঠিন। ছেলেরা জিতেছে। ওদের কৃতিত্ব দিতে চাই। ওদের জন্যই তিন পয়েন্ট এসেছে। পরের ম্যাচ টার্গেট করছি।’ ওডিশা এফসি–র কোচ ব্যাক্সটার বলেন, ‘আমি যে স্ট্র্যাটেজিতে খেলতে চেয়েছিলাম তা ক্লিক করেনি। মার্সেলিনহোর দিন ছিল না। আশা রাখি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে।’
More News:
18th January 2021
17th January 2021
15th January 2021
15th January 2021
14th January 2021
14th January 2021
13th January 2021
13th January 2021
এটিকে মোহনবাগানে অরিন্দমের চোখের অবস্থা কেমন? পারবেন পরের ম্যাচে নামতে?
11th January 2021
11th January 2021
Leave A Comment