ক্রিকেটার না হলে জঙ্গি হত, ' মইন আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য তসলিমার
Share Link:

নিজস্ব প্রতিনিধি : আবারও বিতর্কিত মন্তব্য করে বসলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এবার কোনও রাজনৈতিক কারণ কিংবা বাস্তব ঘটনা নয়, সরাসরি ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটার মইন আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তসলিমা।
ইংল্যান্ড ক্রিকেটের অলরাউন্ডার প্লেয়ার মইন আলি কে নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যে ঝড় উঠেছে সর্বত্র। তসলিমা বলেছেন, মইন আলি ক্রিকেটার না হলে জঙ্গি হতেন। এদিন তসলিমা জানিয়েছেন, 'মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন।’ বলাবাহুল্য আই এস আই এস একটি জঙ্গি সংগঠন যা গোটা বিশ্বকে শাসন করার চিন্তায় রয়েছে।
একজন স্বনামধন্য লেখিকা, তার এই মন্তব্যে তীব্র বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়। তার মাথার অবস্থা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এমনিতেই বিতর্কিত মন্তব্য করাতে তার জুড়ি মেলা ভার। তবে এবারে সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলে মনে করছে বিশিষ্ট ব্যক্তিরা।
ঘটনার সূত্রপাত দু ' দিন আগেই, ইসলাম ধর্মের মানুষ হওয়ায় চেন্নাই এর জার্সি থেকে অ্যালকোহলের বিজ্ঞাপন তুলে দিতে অনুরোধ করেন মইন আলি। তিনি জানান ওই অ্যালকোহল কোম্পানির লোগো থাকলে চেন্নাই এর জার্সি পড়বেন না আলি। আর সেই বিষয়কেই সামনে রেখে তসলিমার এহেন মন্তব্য বলে মত বিশিষ্ট দের।
ইংল্যান্ড ক্রিকেটের অলরাউন্ডার প্লেয়ার মইন আলি কে নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যে ঝড় উঠেছে সর্বত্র। তসলিমা বলেছেন, মইন আলি ক্রিকেটার না হলে জঙ্গি হতেন। এদিন তসলিমা জানিয়েছেন, 'মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন।’ বলাবাহুল্য আই এস আই এস একটি জঙ্গি সংগঠন যা গোটা বিশ্বকে শাসন করার চিন্তায় রয়েছে।
একজন স্বনামধন্য লেখিকা, তার এই মন্তব্যে তীব্র বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়। তার মাথার অবস্থা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এমনিতেই বিতর্কিত মন্তব্য করাতে তার জুড়ি মেলা ভার। তবে এবারে সেই মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলে মনে করছে বিশিষ্ট ব্যক্তিরা।
ঘটনার সূত্রপাত দু ' দিন আগেই, ইসলাম ধর্মের মানুষ হওয়ায় চেন্নাই এর জার্সি থেকে অ্যালকোহলের বিজ্ঞাপন তুলে দিতে অনুরোধ করেন মইন আলি। তিনি জানান ওই অ্যালকোহল কোম্পানির লোগো থাকলে চেন্নাই এর জার্সি পড়বেন না আলি। আর সেই বিষয়কেই সামনে রেখে তসলিমার এহেন মন্তব্য বলে মত বিশিষ্ট দের।
More News:
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
14th April 2021
Leave A Comment