রেকর্ড অর্থে এটিকে মোহনবাগানে আসতে চলেছেন এই ফুটবলার
Share Link:

গোলরক্ষক আমরিন্দর সিং
নিজস্ব প্রতিনিধি: নিজের পারফরমেন্সে নিজেই খুশি হতে পারছেন না চেন্নাইন এফসি ম্যাচে জয়সূচক গোলের মালিক ডেভিড উইলিয়ামস। বলেন, ‘জয়ে ফিরতে পেরে ভাল লাগছে। ফলে লিগ শীর্ষে থাকা মুম্বইকে যেমন তাড়া করতে পারছি, তেমনই লিগ টেবিলে আমাদের নীচে থাকা দলগুলির সঙ্গে পয়েন্টের পার্থক্য বাড়াতে পেরেছি। সেরা ম্যাচ খেলেছি, এটা কখনই বলব না। দলগত সংহতিতে জয়। শেষ মিনিট পর্যন্ত আমরা লড়াই করার ক্ষমতা রাখি, তা প্রমাণিত।’ জুড়ে দেন, ‘গোলে ফিরতে পেরে উচ্ছ্বসিত নই। কারণ ১১ ম্যাচে ২ গোল করাটা আমার পারফরমেন্সের সঙ্গে খাপ খায় না। বাকি ম্যাচগুলিতে আরও গোল করতে চাই।’
আরও পড়ুন ভোটের আগে প্রায় ১০ হাজার পদে রাজ্য পুলিশে নিয়োগ
উইলিয়ামস মনে করেন, চেন্নাইয়িন ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ আসলে তঁার সতীর্থ তিরি। বলেন, ‘আমাকে সেরা বাছা হলেও হিরো অফ দ্য ম্যাচ হল তিরি। দু’জনের নিজেদের দায়িত্ব পালন করেছি। শেষ মুহূর্তে ওর গোললাইন সেভটা অনবদ্য। আমার গোলের মতো ওর সেভটাও সমান কৃতিত্বের। তিরি অনেকদিন ভারতে খেলছে। নিজের দক্ষতাও প্রমাণ করেছে। তিরি এবং সন্দেশ যেভাবে চেন্নাইয়ের আক্রমণ সামাল দিয়েছে, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে।’
আরও পড়ুন গ্যাংস্টারের ভূমিকায় হাজির অক্ষয়!
অন্যদিকে, সামনের মরশুম নিয়ে চিন্তা–ভাবনা শুরু এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। নতুন গোলকিপারের খোঁজে রয়েছে। মুম্বই সিটি এফসি–র গোলরক্ষক অমরিন্দার সিং পরের মরশুমে সবুজ–মেরুন জার্সি গায়ে চাপানোর দৌড়ে রয়েছেন। দীর্ঘমেয়াদি চুক্তির রাস্তায় হাঁটতে পারেন কর্তারা। চেন্নাইয়িনের কিপার বিশাল কায়িতও রয়েছেন তালিকায়। পাঁচ বছরে রেকর্ড অর্থে প্রায় ১০ কোটিতে সবুজ মেরুনে আসতে চলেছেন আমরিন্দর সিং।
আরও পড়ুন শুভেন্দুর মন্তব্যে ক্ষুব্ধ বাংলার সঙ্গীতজগত! অস্বস্তি গেরুয়া শিবিরেও
আরও পড়ুন ভোটের আগে প্রায় ১০ হাজার পদে রাজ্য পুলিশে নিয়োগ
উইলিয়ামস মনে করেন, চেন্নাইয়িন ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ আসলে তঁার সতীর্থ তিরি। বলেন, ‘আমাকে সেরা বাছা হলেও হিরো অফ দ্য ম্যাচ হল তিরি। দু’জনের নিজেদের দায়িত্ব পালন করেছি। শেষ মুহূর্তে ওর গোললাইন সেভটা অনবদ্য। আমার গোলের মতো ওর সেভটাও সমান কৃতিত্বের। তিরি অনেকদিন ভারতে খেলছে। নিজের দক্ষতাও প্রমাণ করেছে। তিরি এবং সন্দেশ যেভাবে চেন্নাইয়ের আক্রমণ সামাল দিয়েছে, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে।’
আরও পড়ুন গ্যাংস্টারের ভূমিকায় হাজির অক্ষয়!
অন্যদিকে, সামনের মরশুম নিয়ে চিন্তা–ভাবনা শুরু এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। নতুন গোলকিপারের খোঁজে রয়েছে। মুম্বই সিটি এফসি–র গোলরক্ষক অমরিন্দার সিং পরের মরশুমে সবুজ–মেরুন জার্সি গায়ে চাপানোর দৌড়ে রয়েছেন। দীর্ঘমেয়াদি চুক্তির রাস্তায় হাঁটতে পারেন কর্তারা। চেন্নাইয়িনের কিপার বিশাল কায়িতও রয়েছেন তালিকায়। পাঁচ বছরে রেকর্ড অর্থে প্রায় ১০ কোটিতে সবুজ মেরুনে আসতে চলেছেন আমরিন্দর সিং।
আরও পড়ুন শুভেন্দুর মন্তব্যে ক্ষুব্ধ বাংলার সঙ্গীতজগত! অস্বস্তি গেরুয়া শিবিরেও
More News:
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment