এটিকে মোহনবাগানের বিদেশিদের নিয়ে কী বললেন ইস্টবেঙ্গলের মাঘোমা
Share Link:

ইস্টবেঙ্গলের তারকা বিদেশি জ্যাক মাঘোমা
নিজস্ব প্রতিনিধি : মজা করে সতীর্থরা তাঁর নতুন নাম দিয়েছেন। জ্যাক পাজি। ইস্টবেঙ্গলের তারকা বিদেশি মাঘোমা মুখিয়ে রয়েছেন ডার্বি খেলার জন্য। ভারতে প্রথমবার। তবুও এ দেশে আসার আসে ভালমতো হোমওয়ার্ক করেই এসেছেন। ডার্বি জিততে মাঘোমা অনেকটাই ভরসা। বলেন, ‘ডার্বি ম্যাচের আলাদা গুরুত্ব। সব ফুটবলারই এই ম্যাচ খেলার জন্য তেতে থাকে। এই ম্যাচ স্পেশাল। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’
বিপক্ষের শক্তি–দুর্বলতা নিয়ে ভাবতে নারাজ মাঘোমা। বলেন, ‘শক্তি–দুর্বলতা নিয়ে বেশি ভেবে লাভ নেই। কারণ, ওদের শক্তি–দুর্বলতা নিয়ে ওরা ভাবুক। আমাদের শক্তি–দুর্বলতা নিয়ে আমরা ভাবি।’ ডার্বিতে জয়ই লক্ষ্য। তাঁর কথায়, ‘তিন পয়েন্টই লক্ষ্য। তবে ডার্বি নয়, সব ম্যাচে জেতাই লক্ষ্য। ডার্বি নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে লাভ নেই। অন্য ম্যাচের মতোই দেখতে হবে। বাড়তি চাপ নিলে মাঠে নেমে ভাল পারফরমেন্স করতে পারব না।’
হাই–প্রোফাইল ফুটবলার হয়েও সতীর্থদের সঙ্গে অল্প সময়ে মিশে গেছেন। জুনিয়রদের গাইড করছেন। সামাদ আলি মল্লিক পছন্দের। মাঘোমা বলছেন, ‘ডার্বি নিয়ে আমাদের কোচের নিশ্চয়ই কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে। সবাই সতর্ক। কোনও দলই হারতে চাইবে না। রক্ষণ সামলে গোল পেতে ঝাঁপাবো। ওরা ভাল দল। একই দল ধরে রেখেছে। ওদের বিদেশিরাও ভাল মানের। জোর লড়াই হবে। ওদের কোনও বিদেশিকে চিনি না।’
বিপক্ষের শক্তি–দুর্বলতা নিয়ে ভাবতে নারাজ মাঘোমা। বলেন, ‘শক্তি–দুর্বলতা নিয়ে বেশি ভেবে লাভ নেই। কারণ, ওদের শক্তি–দুর্বলতা নিয়ে ওরা ভাবুক। আমাদের শক্তি–দুর্বলতা নিয়ে আমরা ভাবি।’ ডার্বিতে জয়ই লক্ষ্য। তাঁর কথায়, ‘তিন পয়েন্টই লক্ষ্য। তবে ডার্বি নয়, সব ম্যাচে জেতাই লক্ষ্য। ডার্বি নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে লাভ নেই। অন্য ম্যাচের মতোই দেখতে হবে। বাড়তি চাপ নিলে মাঠে নেমে ভাল পারফরমেন্স করতে পারব না।’
হাই–প্রোফাইল ফুটবলার হয়েও সতীর্থদের সঙ্গে অল্প সময়ে মিশে গেছেন। জুনিয়রদের গাইড করছেন। সামাদ আলি মল্লিক পছন্দের। মাঘোমা বলছেন, ‘ডার্বি নিয়ে আমাদের কোচের নিশ্চয়ই কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে। সবাই সতর্ক। কোনও দলই হারতে চাইবে না। রক্ষণ সামলে গোল পেতে ঝাঁপাবো। ওরা ভাল দল। একই দল ধরে রেখেছে। ওদের বিদেশিরাও ভাল মানের। জোর লড়াই হবে। ওদের কোনও বিদেশিকে চিনি না।’
More News:
24th January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
22nd January 2021
Leave A Comment