সাফল্য নিয়ে কী বললেন অধিনায়ক বিরাট...
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে সমতা ফিরিয়েছে ভারত। আগামী ২৪শে ফ্রেব্রুয়ারি মোতেরাতে সিরিজের তৃতীয় এবং ডে-নাইট টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। পৃথিবীর সবথেকে বড় স্টেডিয়াম অর্থাৎ নব-নির্মিত মোতেরাতে দিন-রাতের টেস্ট খেলতে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না কোহলি অ্যান্ড কোম্পানি। দলের অধিনায়ক বিরাট চাইছেন দলের ধারাবাহিকতা বজায় রাখতে। কারণ, তিনি মনে করেন ধারাবাহিকতাই হল সাফল্যের চাবিকাঠি। শনিবার টুইটারে নিজের জিম করার কয়েকটি ছবি প্রকাশ করে লেখেন, ‘ধারাবাহিকতাই হল সাফল্যের চাবিকাঠি।’
পাশাপাশি, শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। কুড়ি-বিশের দলে ডাক পেলেন ইশান কিশান এবং রাহুল তেওতিয়া। রয়েছেন বরুন চক্রবর্তীও। অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি আর তাঁর ডেপুটি হিসাবে থাকছেন রোহিত শর্মা।
ইংরেজদের কাছে প্রথম টেস্টে লজ্জার হারের পর প্রশ্ন উঠেছিল বিরাটের অধিনায়কত্ব নিয়েও। কিন্তু গত ম্যাচে সেই সমস্ত কিছুর জবাব দেন তিনি। ব্যাট হাতে রানও করেন কোহলি। অন্যদিকে, গত বৃহস্পতিবারই মোতেরাতে পৌঁছে গিয়েছে দুই দল। তবে ভারতীয় পেসার উমেশ যাদব এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি। জানা গিয়েছে, খুব দ্রুত শিবিরে যোগ দেবেন তিনি। ফিটনেস টেস্ট করার পরই ঠিক হবে তিনি প্রথম এগারোতে থাকবেন কিনা।Consistency is the ???? pic.twitter.com/GybCwqFgCl
— Virat Kohli (@imVkohli) February 19, 2021
পাশাপাশি, শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। কুড়ি-বিশের দলে ডাক পেলেন ইশান কিশান এবং রাহুল তেওতিয়া। রয়েছেন বরুন চক্রবর্তীও। অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি আর তাঁর ডেপুটি হিসাবে থাকছেন রোহিত শর্মা।
Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas Iyer, Suryakumar Yadav, Hardik, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, Varun Chakravarthy, Axar Patel, W Sundar, R Tewatia, T Natarajan, Bhuvneshwar Kumar, Deepak Chahar, Navdeep, Shardul Thakur. https://t.co/KkunRWtwE6
— BCCI (@BCCI) February 20, 2021
More News:
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়াবহ দুর্ঘটনার কবলে গলফার টাইগারের গাড়ি, 'ভাগ্যের জোরে' বাঁচলেন
23rd February 2021
Leave A Comment