এটিকে মোহনবাগানের ডার্বি জয় নিয়ে কী বললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?
Share Link:

নিজস্ব প্রতিনিধি : ডার্বি জয়। কোরোনার আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার আয়োজন। তা সত্ত্বেও গোয়ায় না যেতে পারার আক্ষেপ, দুই দলের সমর্থকরা টিভিতে চোখ রেখে মিটিয়ে ছিলেন। আন্তেনিও লোপেজ হাবাস এবং রবি ফাওলার দুজনেই রক্ষণাত্মক ভাবে শুরু করেছিলেন। মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, "আইএসএলে র ইতিহাসে প্রথম ডার্বি জয়ী হিসেবে এটিকে মোহনবাগানের নাম লেখা থাকবে। সত্যিই আনন্দের। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। তবে সবে প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেক রাস্তা বাকি।এই জয় আমাদের যে গাঁটছড়া হয়েছে তা নিয়েও সদস্য সমর্থকদের আস্থা বাড়াবে। দেবাশিসদা ওখানে আছেন। ফুটবলারদের বার্তা দেওয়ার ব্যাপারটি তিনি সামলাবেন। তবে এই জয়ে আমরা খুশি।"
এটিকে-মোহনবাগান দ্বিতীয় ম্যাচে নামলেও ইস্টবেঙ্গলের ডার্বি ছিল প্রথম ম্যাচ। ফলে প্রতিপক্ষকে মেপে পয়েন্ট পেতে চেয়েছিলেন ফাউলার। কিন্তু গোলমুখে স্ট্রাইকারের দক্ষতার অভাব এবং ডিফেন্ডারদের ভুলে হারে লাল হলুদ। বিরতির পর শুরুতেই রয় কৃষ্ণের দুরন্ত গোলে এগিয়ে যেতেই প্রতি আক্রমণ শুরু।এটিকে-মোহনবাগান জিততেই উচ্ছাসে ফেটে পড়েন সবুজ মেরুন সমর্থকরা। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা দলের জয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলেছেন,"এটিকে-মোহনবাগানের পক্ষে ডার্বির ফলাফল যাওয়ায় তিনি আনন্দিত। কোচ এবং ফুটবলারদের কঠিন পরিশ্রমের ফসল এই জয়।সমর্থকরা যেভাবে পাশে থেকেছেন এবং বিশ্বাস রেখেছেন তার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।"
এটিকে-মোহনবাগান দ্বিতীয় ম্যাচে নামলেও ইস্টবেঙ্গলের ডার্বি ছিল প্রথম ম্যাচ। ফলে প্রতিপক্ষকে মেপে পয়েন্ট পেতে চেয়েছিলেন ফাউলার। কিন্তু গোলমুখে স্ট্রাইকারের দক্ষতার অভাব এবং ডিফেন্ডারদের ভুলে হারে লাল হলুদ। বিরতির পর শুরুতেই রয় কৃষ্ণের দুরন্ত গোলে এগিয়ে যেতেই প্রতি আক্রমণ শুরু।এটিকে-মোহনবাগান জিততেই উচ্ছাসে ফেটে পড়েন সবুজ মেরুন সমর্থকরা। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা দলের জয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলেছেন,"এটিকে-মোহনবাগানের পক্ষে ডার্বির ফলাফল যাওয়ায় তিনি আনন্দিত। কোচ এবং ফুটবলারদের কঠিন পরিশ্রমের ফসল এই জয়।সমর্থকরা যেভাবে পাশে থেকেছেন এবং বিশ্বাস রেখেছেন তার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।"
More News:
17th January 2021
15th January 2021
15th January 2021
14th January 2021
14th January 2021
13th January 2021
13th January 2021
এটিকে মোহনবাগানে অরিন্দমের চোখের অবস্থা কেমন? পারবেন পরের ম্যাচে নামতে?
11th January 2021
11th January 2021
11th January 2021
Leave A Comment