ইস্টবেঙ্গলকে নিয়ে কী বললেন সন্দেশ
Share Link:

নিজস্ব প্রতিনিধি : ডার্বির আগে ঘুরিয়ে ইস্টবেঙ্গলকে সমীহ সন্দেশ ঝিঙ্গানের গলায়। বলেন, ‘আমাদের একই টিম। ফলে আমােদর শক্তি–দুর্বলতা নিয়ে ওদের ধারণা রয়েছে। কিন্তু ওদের সম্পূর্ণ নতুন দল। ওরা কী করতে পারে, তা আগাম অনুমান করা কঠিন। নিশ্চিত, আমাদের কোচের ম্যচটার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছ। সেই মতো খেলতে পারলে আমরা জিতবো।
ডার্বি জিততে দেশের সবচেয়ে দামি ফুটবলার সন্দেশ ঝিঙ্ঘানের দিকে তাকিয়ে অগণিত সমর্থকরা। প্রত্যাশার চাপ রয়েছে, তা বেশ ভালই জানেন সন্দেশ। বলছেন, ‘চ্যাম্পিয়ন দলের সদস্য হলে বাড়তি চাপ থাকবেই। এটাই স্বাভাবিক। দায়িত্ব নিতে ভালবাসি। যখনই চাপ নেওয়ার ক্ষমতা থাকবে, তখনই সমর্থকরা তোমার থেকে প্রত্যাশা করবেন।’ তঁার সংযোজন, ‘চাইব, সমর্থকদের ভরসার দাম দিতে। কিন্তু ওই একটা ম্যাচ ধরে থাকলে চলবে না, আমাদের লক্ষ্য খেতাব জেতা। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।’
বড় ম্যাচকে সম্মান জানিয়ে সন্দেশের মত, কলকাতা ডার্বি নিয়ে তিনি বেশি আবেগতাড়িত নন। বলেন, ‘জানি কলকাতা ডার্বি বিশ্বের অন্যতম ডার্বি। এই ম্যাচে সবাই নিজেদের সেরাটা দেয়। এই ম্যাচে ভাল খেললে সারা মরশুম টেনশন নিতে হয় না। তবুও বলব, কলকাতা ডার্বি নিয়ে বেশি আবেগতাড়িত নই। ট্রফি জিততে গেলে সব ম্যাচকে সমান গুরুত্ব দিতে হবে। ডার্বি যেমন জিততে হবে, ট্রফি পেতে গেলে বাকি ম্যাচও জিততে হবে। পাশাপাশি এটাও মানতে হবে ভারতীয় ফুটবলে ডার্বির যথেষ্ট গুরুত্ব। এই ম্যাচ খেলা গর্বের ব্যাপার।’
ডার্বি জিততে দেশের সবচেয়ে দামি ফুটবলার সন্দেশ ঝিঙ্ঘানের দিকে তাকিয়ে অগণিত সমর্থকরা। প্রত্যাশার চাপ রয়েছে, তা বেশ ভালই জানেন সন্দেশ। বলছেন, ‘চ্যাম্পিয়ন দলের সদস্য হলে বাড়তি চাপ থাকবেই। এটাই স্বাভাবিক। দায়িত্ব নিতে ভালবাসি। যখনই চাপ নেওয়ার ক্ষমতা থাকবে, তখনই সমর্থকরা তোমার থেকে প্রত্যাশা করবেন।’ তঁার সংযোজন, ‘চাইব, সমর্থকদের ভরসার দাম দিতে। কিন্তু ওই একটা ম্যাচ ধরে থাকলে চলবে না, আমাদের লক্ষ্য খেতাব জেতা। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।’
বড় ম্যাচকে সম্মান জানিয়ে সন্দেশের মত, কলকাতা ডার্বি নিয়ে তিনি বেশি আবেগতাড়িত নন। বলেন, ‘জানি কলকাতা ডার্বি বিশ্বের অন্যতম ডার্বি। এই ম্যাচে সবাই নিজেদের সেরাটা দেয়। এই ম্যাচে ভাল খেললে সারা মরশুম টেনশন নিতে হয় না। তবুও বলব, কলকাতা ডার্বি নিয়ে বেশি আবেগতাড়িত নই। ট্রফি জিততে গেলে সব ম্যাচকে সমান গুরুত্ব দিতে হবে। ডার্বি যেমন জিততে হবে, ট্রফি পেতে গেলে বাকি ম্যাচও জিততে হবে। পাশাপাশি এটাও মানতে হবে ভারতীয় ফুটবলে ডার্বির যথেষ্ট গুরুত্ব। এই ম্যাচ খেলা গর্বের ব্যাপার।’
More News:
17th January 2021
15th January 2021
15th January 2021
14th January 2021
14th January 2021
13th January 2021
13th January 2021
এটিকে মোহনবাগানে অরিন্দমের চোখের অবস্থা কেমন? পারবেন পরের ম্যাচে নামতে?
11th January 2021
11th January 2021
11th January 2021
Leave A Comment