রয় কৃষ্ণাকে আটকানোর পরিকল্পনা কী ইস্টবেঙ্গলের?
Share Link:

নিজস্ব প্রতিনিধি : ডার্বির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। জোরকদমে ফুটবলাররা ঘাম ঝরাচ্ছেন। এটিকে মোহনবাগান বনাম কেরালা ম্যাচে চিরশত্রুকে মেপে নিয়ে ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে লাল–হলুদে। কোচ রবি ফাউলারের চিন্তায় রয় কৃষ্ণা। ডার্বিতে এই ফিজি তারকাকে আটকানোর বিশেষ পরিকল্পনা থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। যে কোনও মুহূর্তে রয় ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখে, এটা বেশ ভালই জানেন কৃষ্ণা। মাঝমাঠ থেকে কৃষ্ণা যাতে বল না পান, সেটারই অনুশীলন চলছে। অর্থাৎ কৃষ্ণনাম বন্ধ করার অঙ্ক কষা চলছে লাল–হলুদে।
অনুশীলনে কোচ ফুটবলারদের নির্দেশ দিয়েছেন, ডার্বির কথা ভেবে বাড়তি চাপ না নিতে। অন্যান্য ম্যাচের মতো মাঠে নেমে এনজয় করতে। কোচ নিজে প্র্যাকটিস শেষে টিমবাস ড্রাইভারের সঙ্গে টেবিল টেনিস খেলছেন। কোচ ফাউলারের টেবিল টেনিস খেলার দক্ষতা দেখে চমকে গেছেন ফুটবলাররা।
অন্যদিকে, স্বদেশি–বিদেশিদের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে। মাঘোমার নতুন নাম দিয়েছেন বঙ্গসন্তান সামাদ আলি মল্লিক। মাঘোমার নতুন ডাক নাম জ্যাকপাজি। মাঘোমা খুব ভালবাসেন সামাদকে। ডার্বির জন্য লাল–হলুদ ফুটবলারদের থিওরি ক্লাসও হবে। ভিডিও দেখে ক্লাস হবে।
বড় ম্যাচের আগে এখনও পর্যন্ত কোনও চোট সমস্যা নেই। আট মাস বাদে প্রথম ম্যাচ খেলতে হবে, এটাই উদ্বেগ বাড়াচ্ছে লাল–হ্যললুদে। সেই জায়গায় মোহনবাগান কেরালা ম্যাচ খেলে নিয়েছে। জয়ও পেয়েছে। দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের খেলার উন্নতি হবে।
অনুশীলনে কোচ ফুটবলারদের নির্দেশ দিয়েছেন, ডার্বির কথা ভেবে বাড়তি চাপ না নিতে। অন্যান্য ম্যাচের মতো মাঠে নেমে এনজয় করতে। কোচ নিজে প্র্যাকটিস শেষে টিমবাস ড্রাইভারের সঙ্গে টেবিল টেনিস খেলছেন। কোচ ফাউলারের টেবিল টেনিস খেলার দক্ষতা দেখে চমকে গেছেন ফুটবলাররা।
অন্যদিকে, স্বদেশি–বিদেশিদের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে। মাঘোমার নতুন নাম দিয়েছেন বঙ্গসন্তান সামাদ আলি মল্লিক। মাঘোমার নতুন ডাক নাম জ্যাকপাজি। মাঘোমা খুব ভালবাসেন সামাদকে। ডার্বির জন্য লাল–হলুদ ফুটবলারদের থিওরি ক্লাসও হবে। ভিডিও দেখে ক্লাস হবে।
বড় ম্যাচের আগে এখনও পর্যন্ত কোনও চোট সমস্যা নেই। আট মাস বাদে প্রথম ম্যাচ খেলতে হবে, এটাই উদ্বেগ বাড়াচ্ছে লাল–হ্যললুদে। সেই জায়গায় মোহনবাগান কেরালা ম্যাচ খেলে নিয়েছে। জয়ও পেয়েছে। দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের খেলার উন্নতি হবে।
More News:
27th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
Leave A Comment