এটিকে মোহনবাগানের দ্বিতীয় পর্বে অঙ্ক কী?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ম্যাচ অতীত। যা হয়েছে, ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করতে চায় এটিকে মোহনবাগান। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে আইএসএলের প্রথম লেগ শেষ করেছে লোবেরোর দল। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে হাবাসের দল দ্বিতীয় স্থানে। তাই দ্বিতীয় লেগে কাজটা বেশ কঠিন রয় কৃষ্ণাদের কাছে। কারণ লিগের সেরা দলই সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পাবে। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি এটিকে। ফলে চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগও পায়নি হাবাসের দল। এ বার এটিকে মোহনবাগানের প্রথম টার্গেট লিগ চ্যাম্পিয়ন হওয়াই। তবে সেই লক্ষ্যে পৌঁছনোর কাজটা এই মুহূর্তে বেশ কঠিন সবুজ-মেরুনের সামনে।
মুম্বইয়ের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথম লেগ শেষ করলেও আশা হারাচ্ছেন না এটিকে মোহনবাগানের সহকারি কোচ সঞ্জয় সেন। এই মুহূর্তে গোয়ায় কোয়ারেন্টিনে আছেন সবুজ-মেরুনের আই লিগ জয়ী কোচ। আই লিগ জয়ী কোচ বলছেন, ‘৫ পয়েন্টের ফারাক থাকায় মুম্বই অনেক ভালো জায়গায়। দ্বিতীয় লেগে অনেক অঙ্ক কষে এগোতে পারবে লোবেরো। তবে লিগে অনেক অঘটন ঘটছে। তাই মুম্বই হারবে না, তা বলা যায় না। আমাদের পক্ষে অবশ্যই শীর্ষে থেকে লিগ শেষ করা সম্ভব। সেই লক্ষ্যেই এগোচ্ছি।’
গত ম্যাচে হারকে একটা খারাপ দিন হিসাবেই দেখতে চাইছেন তিনি। সঞ্জয় সেন বলেন, ‘যোগ্য দল হিসাবেই জিতেছে মু্ম্বই সিটি। প্রথমার্ধে একদমই খেলতে পারিনি আমরা। খুব রক্ষণাত্মক খেলেছি। বলা যায় নাস্ তবে দ্বিতীয়ার্ধে অনেকটাই গোছাতে পেরেছি। লোক বাড়াতে পেরেছি। চান্সও তৈরি হয়েছে। এডু গার্সিয়ার একটা শটও পোস্টে লেগেও ফেরে। সব মিলিয়ে দিনটা আমাদের ছিল না।’
শনিবার দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের সামনে এফসি গোয়া। ছন্দে ফেরার লড়াইটা ফতোরদা থেকেই শুরু করতে মরিয়া রয় কৃষ্ণারা।
মুম্বইয়ের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথম লেগ শেষ করলেও আশা হারাচ্ছেন না এটিকে মোহনবাগানের সহকারি কোচ সঞ্জয় সেন। এই মুহূর্তে গোয়ায় কোয়ারেন্টিনে আছেন সবুজ-মেরুনের আই লিগ জয়ী কোচ। আই লিগ জয়ী কোচ বলছেন, ‘৫ পয়েন্টের ফারাক থাকায় মুম্বই অনেক ভালো জায়গায়। দ্বিতীয় লেগে অনেক অঙ্ক কষে এগোতে পারবে লোবেরো। তবে লিগে অনেক অঘটন ঘটছে। তাই মুম্বই হারবে না, তা বলা যায় না। আমাদের পক্ষে অবশ্যই শীর্ষে থেকে লিগ শেষ করা সম্ভব। সেই লক্ষ্যেই এগোচ্ছি।’
গত ম্যাচে হারকে একটা খারাপ দিন হিসাবেই দেখতে চাইছেন তিনি। সঞ্জয় সেন বলেন, ‘যোগ্য দল হিসাবেই জিতেছে মু্ম্বই সিটি। প্রথমার্ধে একদমই খেলতে পারিনি আমরা। খুব রক্ষণাত্মক খেলেছি। বলা যায় নাস্ তবে দ্বিতীয়ার্ধে অনেকটাই গোছাতে পেরেছি। লোক বাড়াতে পেরেছি। চান্সও তৈরি হয়েছে। এডু গার্সিয়ার একটা শটও পোস্টে লেগেও ফেরে। সব মিলিয়ে দিনটা আমাদের ছিল না।’
শনিবার দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের সামনে এফসি গোয়া। ছন্দে ফেরার লড়াইটা ফতোরদা থেকেই শুরু করতে মরিয়া রয় কৃষ্ণারা।
More News:
21st January 2021
এবার কি ফরোয়ার্ডে কৃষ্ণার সঙ্গী হাবাস? জানুন ক্লিক করে বিস্তারিত
20th January 2021
সুখবর ক্রিকেটপ্রেমীদের জন্য, এবার স্টেডিয়ামে বসেই দেখা যাবে খেলা
20th January 2021
19th January 2021
19th January 2021
19th January 2021
19th January 2021
19th January 2021
19th January 2021
18th January 2021
Leave A Comment