খালিদের দলের বিরুদ্ধে কি খেলবেন উইলিয়ামস?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবসের নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি এটিকে মোহনবাগান। আইএসএলের প্রথম পর্বে নর্থ–ইস্ট ইউনাইটেডকে ২–০ হারিয়েছিলেন রয় কৃষ্ণারা। খালিদ জামিল কোচের হটসিটে বসার পর দলটা বদলে গিয়েছে। নর্থ–ইস্টের রক্ষণাত্মক ফুটবল নিয়ে সতর্ক কোচ হাবাস। মঙ্গলবারের ম্যাচে এডু হার্সিয়া খেলতে পারবেন না। ডেভিড উইলিয়ামস শুরু থেকেই সম্ভবত খেলবেন। গোলকিপার অরিন্দম ভট্টচার্য বলেন, ‘প্রথম পর্বে হারিয়েছিলাম বলে এবারেও সহজে জয় আসবে ভেবে মাঠে নামা চলবে না। যে কোনও লিগে দ্বিতীয় পর্বের ম্যাচ সবসময় কঠিন। কারণ, সব দলই একে অপরের শক্তি–দুর্বলতা জেনে যায়। তা নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।’ অরিন্দম এখনই প্লে–অফ নিয়ে ভাবতে নারাজ। বলেন, ‘প্লে–অফ নয়, সবাই লিগ শীর্ষে ওঠার কথা ভাবছি। এখনও আটটা ম্যাচ বাকি। শীর্ষে উঠতেই পারি।’
চেন্নাইয়িন এফসি–র বিরুদ্ধে খেলার চারদিন পরেই নর্থ–ইস্ট ম্যাচ। এই প্রসঙ্গে প্রীতম কোটাল বলেন, ‘চারদিনের ব্যবধানে ম্যাচ খেলা আমাদের জন্য ভাল। নিউ নর্মালে সাত–আটদিন পর ম্যাচ থাকলে ফোকাসটা অনেক সময় নড়ে যায়। তা এবার হবে না। ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য। চোট–আঘাত নিয়ে ভাবছি না। আমাদের দলের সবাই অপরিহার্য।’ জাভি হার্নান্ডেজের কথায়, ‘পরের ম্যাচের জন্য আমরা তৈরি। প্লে–অফের কথা মাথায় আনছি না। লক্ষ্য, সেরা খেলাটা খেলে সব ম্যাচ জিততে হবে। ওদের রক্ষণ প্রচণ্ড শক্তিশালী। আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামছি। লিগ শীর্ষে যেতে হলে ম্যাচটা জিততেই হবে। এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ খেলাই লক্ষ্য আমাদের।’
চেন্নাইয়িন এফসি–র বিরুদ্ধে খেলার চারদিন পরেই নর্থ–ইস্ট ম্যাচ। এই প্রসঙ্গে প্রীতম কোটাল বলেন, ‘চারদিনের ব্যবধানে ম্যাচ খেলা আমাদের জন্য ভাল। নিউ নর্মালে সাত–আটদিন পর ম্যাচ থাকলে ফোকাসটা অনেক সময় নড়ে যায়। তা এবার হবে না। ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য। চোট–আঘাত নিয়ে ভাবছি না। আমাদের দলের সবাই অপরিহার্য।’ জাভি হার্নান্ডেজের কথায়, ‘পরের ম্যাচের জন্য আমরা তৈরি। প্লে–অফের কথা মাথায় আনছি না। লক্ষ্য, সেরা খেলাটা খেলে সব ম্যাচ জিততে হবে। ওদের রক্ষণ প্রচণ্ড শক্তিশালী। আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামছি। লিগ শীর্ষে যেতে হলে ম্যাচটা জিততেই হবে। এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ খেলাই লক্ষ্য আমাদের।’
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment