বিশ্বমানের পণ্য ইস্টবেঙ্গলের সংসারে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলে ব্যবহৃত হয়, এখন ইস্টবেঙ্গল ফুটবলাররাও ব্যবহার করেন এই বিশেষ ধরণের হেলথ্ ড্রিঙ্কস। সুনীল ছেত্রীকেও ব্যবহার করতে দেখা গিয়েছে এই ‘মাতে’ নামক বিশেষ পানীয়।
এস সি ইস্টবেঙ্গলের তিন ফুটবলার অঙ্কিত মুখার্জি, দেবজিৎ মজুমদার এবং শেহনাজ সিং–নিজেদের ফিট রাখতে ব্যবহার করেন ‘মাতে’। যা মূলত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা,প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, বলিভিয়া এবং ব্রাজিলের ফুটবলাররা ব্যবহার করেন। অনেকটা চা, কফি জাতীয় পানীয়। যা খেলে শরীরকে ফিট রাখে। লাল–হলুদের তিন ফুটবলার ব্যবহার করছেন ‘মাতে’। ভারতীয় পেশাদার ফুটবলাররা নিজেদের ফিট এখন নানারকম জিনিসপত্র ব্যবহার করে থাকেন। সেইসঙ্গে এখনকার নেট দুনিয়ায় সমস্ত কিছুই হাতের মুঠোয়। সুনীল ছাড়াও চার্চিল কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকেও ‘মাতে’ হাতে দেখা গিয়েছিল। গত মরশুমে গোকুলাম এফসি–র কোচ থাকাকালীন ডুরান্ড কাপ খেলতে কলকাতায় এসেছিলেন ভারেলা।
অন্যদিকে, কেরালা ম্যাচের আগে লাল–হলুদ শিবিরে ভাল খবর। প্রায় সুস্থ পিলকিংটন। গত ম্যাচে খেলেননি। তবে, কেরালা ম্যাচে স্কোয়াডে ফেরার সম্ভাবনা উজ্জ্বল পিলকিংটনের। বেঙ্গালুরুকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এস সি ইস্টবেঙ্গল। কেরালার বিরুদ্ধেও লাল–হলুদের ফোকাসে তিন পয়েন্ট। এ দিন বিকেলে কেরালা ম্যাচের মহড়া সারেন লাল–হলুদ ফুটবলাররা। ব্রাইটও ছুটছেন। সবমিলিয়ে চেনা রূপে ধরা দিচ্ছে লাল হলুদ।
এস সি ইস্টবেঙ্গলের তিন ফুটবলার অঙ্কিত মুখার্জি, দেবজিৎ মজুমদার এবং শেহনাজ সিং–নিজেদের ফিট রাখতে ব্যবহার করেন ‘মাতে’। যা মূলত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা,প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, বলিভিয়া এবং ব্রাজিলের ফুটবলাররা ব্যবহার করেন। অনেকটা চা, কফি জাতীয় পানীয়। যা খেলে শরীরকে ফিট রাখে। লাল–হলুদের তিন ফুটবলার ব্যবহার করছেন ‘মাতে’। ভারতীয় পেশাদার ফুটবলাররা নিজেদের ফিট এখন নানারকম জিনিসপত্র ব্যবহার করে থাকেন। সেইসঙ্গে এখনকার নেট দুনিয়ায় সমস্ত কিছুই হাতের মুঠোয়। সুনীল ছাড়াও চার্চিল কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকেও ‘মাতে’ হাতে দেখা গিয়েছিল। গত মরশুমে গোকুলাম এফসি–র কোচ থাকাকালীন ডুরান্ড কাপ খেলতে কলকাতায় এসেছিলেন ভারেলা।

More News:
27th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
25th January 2021
24th January 2021
Leave A Comment