ভারত থেকে সরানো হোক বিশ্বকাপ, আইসিসিকে চাপ পাকিস্তানের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে সরিয়ে নেওয়া হক ২০২২ আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এমন দাবি জানাতেই আইসিসির দ্বারস্থ হচ্ছেন পাক ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এহসান মানি। এই দাবির নেপথ্যে কারণ জানতে চাওয়া হলে মানি জানান তাঁরা ভারত সরকারের থেকে ভিসা সংক্রান্ত বিষয়ে লিখিত প্রতিশ্রুতি চান। তিনি বলেন, ‘ভারতে আয়োজিত ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় পাকিস্তান। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতের থেকে লিখিত প্রতিশ্রতি চাই।‘
রবিবার লাহোরে এহসান মানি সংবাদিকদের জানিয়েছেন, ‘পাকিস্তান সরকার আমাদের কখনোই বলেনি আমরা ভারতে খেলতে পারব না। আমরা আইসিসিকে জানিয়েছি আমরা অংশগ্রহণ করছি। আইসিসির কাছে আমরা জানিয়েছি, ভারত সরকারের কাছ থেকে কেবলমাত্র দল এবং স্কোয়াডের ভিসাই নয়, সাংবাদিক, সমর্থক, বোর্ড কর্তাদেরও ভিসা দিতে হবে। এই বিষয়ে যেন ভারত আমাদের লিখিত প্রতিশ্রুতি দেয়। আয়োজক দেশের চুক্তি অনুযায়ী এমনটা করতে ওরা বাধ্য।‘
এহসান মানি এদিন বিসিসিআইয়ের পাশাপাশি একহাত নিয়েছেন আইসিসিকেও। তিনি বলেন, ‘আইসিসির কাছ থেকে আমরা এই বিষয়ে গত ডিসেম্বর ২০২০’র মধ্যে নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু তা পায়নি। তাইআমরা মার্চ পর্যন্ত সময়সীমা দিচ্ছি। এরপরেও সিদ্ধান্ত না জানালে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার দাবি জানাবে পিসিবি।‘
উল্লেখ্য, দু’দেশের চলমান কূটনৈতিক সংঘাতের জেরে দুই প্রতিবেশীর সম্পর্ক এখন তলানীতে ঠেকেছে। সেইকারণেই কিছুদিন আগে শুটিং বিশ্বকাপের সময় ক্রীড়াবিদদের ভিসা দিতে অস্বীকার করায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। পরে অবশ্য কেন্দ্রীয় সরকার ভিসা দিতে রাজি হওয়ায় সমস্যা মেটে।
পুনরায় যাতে সেই সমস্যার সম্মূখীন হতে না হয় তাই আগেভাগেই আইসিসিকে চাপ বাড়িয়ে রাখল পিসিবি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল।যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রবিবার লাহোরে এহসান মানি সংবাদিকদের জানিয়েছেন, ‘পাকিস্তান সরকার আমাদের কখনোই বলেনি আমরা ভারতে খেলতে পারব না। আমরা আইসিসিকে জানিয়েছি আমরা অংশগ্রহণ করছি। আইসিসির কাছে আমরা জানিয়েছি, ভারত সরকারের কাছ থেকে কেবলমাত্র দল এবং স্কোয়াডের ভিসাই নয়, সাংবাদিক, সমর্থক, বোর্ড কর্তাদেরও ভিসা দিতে হবে। এই বিষয়ে যেন ভারত আমাদের লিখিত প্রতিশ্রুতি দেয়। আয়োজক দেশের চুক্তি অনুযায়ী এমনটা করতে ওরা বাধ্য।‘
এহসান মানি এদিন বিসিসিআইয়ের পাশাপাশি একহাত নিয়েছেন আইসিসিকেও। তিনি বলেন, ‘আইসিসির কাছ থেকে আমরা এই বিষয়ে গত ডিসেম্বর ২০২০’র মধ্যে নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু তা পায়নি। তাইআমরা মার্চ পর্যন্ত সময়সীমা দিচ্ছি। এরপরেও সিদ্ধান্ত না জানালে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার দাবি জানাবে পিসিবি।‘
উল্লেখ্য, দু’দেশের চলমান কূটনৈতিক সংঘাতের জেরে দুই প্রতিবেশীর সম্পর্ক এখন তলানীতে ঠেকেছে। সেইকারণেই কিছুদিন আগে শুটিং বিশ্বকাপের সময় ক্রীড়াবিদদের ভিসা দিতে অস্বীকার করায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। পরে অবশ্য কেন্দ্রীয় সরকার ভিসা দিতে রাজি হওয়ায় সমস্যা মেটে।
পুনরায় যাতে সেই সমস্যার সম্মূখীন হতে না হয় তাই আগেভাগেই আইসিসিকে চাপ বাড়িয়ে রাখল পিসিবি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল।যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
More News:
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
24th February 2021
ভয়াবহ দুর্ঘটনার কবলে গলফার টাইগারের গাড়ি, 'ভাগ্যের জোরে' বাঁচলেন
23rd February 2021
Leave A Comment