ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ ও বিনয়
Share Link:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি (২০০৭) বিশ্বকাপের ফাইনালের আভিষেক থেকে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন। জার্নিটা বেশ রোমাঞ্চকরই ছিল। ২০১১ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। তবে এবার সময় এসেছিল ইতি টানার। তাই ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ইউসুফ পাঠান। শুক্রবার দুপুরে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি । ফলে ২২ গজে আর দেখা যাবে না এই বিধ্বংসী অলরাউন্ডারকে। টুইট করে অবসরের কথা নিজেই জানান ইউসুফ। তিনি ২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ বিশ্বকাপের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'সেই দিনটা আমার এখনও মনে আছে যেদিন আমি প্রথম ভারতের জার্সিটা পরেছিলাম। আর সেই দিন আমি বুঝেছিলাম আমার কোচ, পবিবার, বন্ধুদের আমার ওপর কতটা প্রত্যাশা রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। ওটা আমার কাছে শুধুমাত্র একটা জার্সি ছিল না।'
জাতীয় দলে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের সেরাটাই দিয়েছেন ইউসুফ। তবে আইপিএলে একটা আলাদাই পরিচিতি রয়েছে তাঁর। ২০১০ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান আজও ক্রিকেট প্রেমীদের মনে রয়েছে। এছাড়া তিনবার আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন ইউসুফ। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস এবং ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স। এরপর ২০১৪ সালেই কেকেআরের হয়েই ফের আইপিএল জয়ের স্বাদ পান তিনি। তবে এবারের আইপিএল নিলামে কোনও দলই ইউসুফকে কিনতে চায়নি। ফলে অবিক্রিতই থাকতে হয় তাঁকে। ভাই ইরফান পাঠান ঙ্গনেকদিন আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তিনি এখন পুরোদমে ধারাভাষ্যকারের কাজ করেন। এবার সেই তালিকাতেই নাম লেখাবেন দাদা ইউসুফও। অন্যদিকে, ২২ গজে বিদায় জানালেন পেসার বিনয় কুমারও। তিনিও টুইট করে অবসরের কথা জানান। সেই সঙ্গে অনেককে ধন্যবাদ দেন বিনয়।I thank my family, friends, fans, teams, coaches and the whole country wholeheartedly for all the support and love. #retirement pic.twitter.com/usOzxer9CE
— Yusuf Pathan (@iamyusufpathan) February 26, 2021
Thankyou all for your love and support throughout my career. Today I hang up my boots. ????????❤️ #ProudIndian pic.twitter.com/ht0THqWTdP
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) February 26, 2021
More News:
20th April 2021
‘ফুটবলকে বাঁচাতেই সুপার লিগ’ স্পষ্ট বক্তব্য চেয়ারম্যান পেরেস-এর
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
প্রশ্ন উঠছে মরগানের অধিনায়কত্ব নিয়ে, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা!
19th April 2021
19th April 2021
Leave A Comment