আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় সিদ্ধান্ত নিল পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের তরফ থেকে স্পষ্ট জানানো হল যে, নিরপেক্ষ ভেন্যুতে আর কোনও ক্রিকেট খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। এতদিন নিরপেক্ষ ভেন্যুতেই হোম সিরিজগুলি খেলত পাকিস্তান। কিন্তু পিসিবি মনে করছে দেশের মাটি ক্রিকেট আয়োজন করার জন্য বেশ নিরাপদ। তাই বাবর আজম, শাহিন আফ্রিদিরা আর হোম সিরিজের জন্য দেশ ছেড়ে অন্যত্র যাবেন না।
২০০৯ সালের পর থেকে হোম সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরশাহির মাটিকে ব্যবহার করত পিসিবি। দুবাই, আবুধাবি এবং শারজা সব মিলিয়ে সিরিজ খেলত পাক দল। তবে এবার আর সেই রাস্তায় হাঁটবে না তারা। ১৯৯২ সালের বিশ্বজয়ীদের সঙ্গে সিরিজ খেলতে হলে পাকিস্তানের মাটিতেই পা রাখতে হবে।
নিরাপত্তা জনিত কারণে একেবারে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে পাকিস্তান ছেড়েছে কিউয়িরা। তাদের দেখাদেখি একই রাস্তায় হেঁটেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। তারাও নিরাপত্তার কারণে আগামী অক্টোবর মাসে হতে চলা সফর বাতিল করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ক্রিকেটারদের নিরাপত্তা তাদের কাছে সবথেকে আগে। এই দুই দলকে দেখে চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়াও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাক সফরে যাওয়ার কথা রয়েছে অজিদের। কিন্তু কিউয়ি এবং ইংরেজদের সফর বাতিল করার বিষয়টা বেশ ভাবনায় ফেলেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।