এই মুহূর্তে




নিরপেক্ষ ভেন্যুতে আর কোনও ক্রিকেট হবে না, জানাল পাক ক্রিকেট বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় সিদ্ধান্ত নিল পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের তরফ থেকে স্পষ্ট জানানো হল যে, নিরপেক্ষ ভেন্যুতে আর কোনও ক্রিকেট খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। এতদিন নিরপেক্ষ ভেন্যুতেই হোম সিরিজগুলি খেলত পাকিস্তান। কিন্তু পিসিবি মনে করছে দেশের মাটি ক্রিকেট আয়োজন করার জন্য বেশ নিরাপদ। তাই বাবর আজম, শাহিন আফ্রিদিরা আর হোম সিরিজের জন্য দেশ ছেড়ে অন্যত্র যাবেন না।

২০০৯ সালের পর থেকে হোম সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরশাহির মাটিকে ব্যবহার করত পিসিবি। দুবাই, আবুধাবি এবং শারজা সব মিলিয়ে সিরিজ খেলত পাক দল। তবে এবার আর সেই রাস্তায় হাঁটবে না তারা। ১৯৯২ সালের বিশ্বজয়ীদের সঙ্গে সিরিজ খেলতে হলে পাকিস্তানের মাটিতেই পা রাখতে হবে।

নিরাপত্তা জনিত কারণে একেবারে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে পাকিস্তান ছেড়েছে কিউয়িরা। তাদের দেখাদেখি একই রাস্তায় হেঁটেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। তারাও নিরাপত্তার কারণে আগামী অক্টোবর মাসে হতে চলা সফর বাতিল করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ক্রিকেটারদের নিরাপত্তা তাদের কাছে সবথেকে আগে। এই দুই দলকে দেখে চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়াও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাক সফরে যাওয়ার কথা রয়েছে অজিদের। কিন্তু কিউয়ি এবং ইংরেজদের সফর বাতিল করার বিষয়টা বেশ ভাবনায় ফেলেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ