নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বৃষ্টির আশঙ্কায় আগেভাগে ব্যাট করে ভারতের উপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতেই লঙ্কা অধিনায়ক ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছন ক্রিকেট বিশেষষজ্ঞরা। টসের পরেই শুরু হয়েছে বৃষ্টি। বিদ্যুৎও চমকাচ্ছে। ফলে পুরো পিচ ও মাঠ ঢেকে ফেলা হয়েছে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
ফাইনালে সব জল্পনার অবসান ঘটিয়ে অক্ষর পটেলের জায়গায় দলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। ফিরে এসেছেন বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজও। নজরকাড়া পারফরম্যান্স না করতে পারায় বাংলাদেশের বিরুদ্ধে দলে থাকা মহম্মদ সামিকে বাদ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা দলেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। কাসুন রাজিথা, দিমুথ করুণারত্নেকে বাদ দেওয়া হয়েছে।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার প্রথম একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিজ, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি’সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়ালালাগে, দুষন হেমন্তা, প্রমোদ মধুশন ও মাথিশা পাথিরানা।
এশিয়া কাপের ফাইনালে এ নিয়ে ৯ বার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। যদিও ফাইনালে ওঠার ক্ষেত্রে রোহিত শর্মার চেয়ে এগিয়ে দাসুন শানাকারা। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কা মোট ১২ বার ফাইনালে উঠেছে। আর ভারত ফাইনালে উঠেছে ১০ বার। যদিও ট্রফি জয়ের ক্ষেত্রে এগিয়ে ভারত। এর আগে মোট ১৫ বার প্রতিযোগিতায় ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান জিতেছে মাত্র ২ বার। আজ ফাইনালে জিতলেই ট্রফি জয়ের নিরিখে ভারতকে ছুঁয়ে ফেলবেন দাসুন শানাকারা।