এই মুহূর্তে




চ্যাম্পিয়নস লিগ: হার এড়াল আর্সেনাল, শেষ মুহূর্তে জয় আতলেতিকোর

courtesy google




নিজস্ব প্রতিনিধি : ইউরোপা লিগ জেতা আটলান্টা এখন যেকোনো দলের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে। আর এই মুহূর্তে ছন্দে ফিরেছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে এই দুই দল মুখোমুখি হওয়ায় সকলে চাতক পাখির মত চেয়ে ছিল। কোন দল এগোবে এই নিয়ে অবশ্য নিজেদের মধ্যে কল্পনা করে নিয়েছিল। লড়াইটা হবে খুব জমজমাট এমনটাই আশা করেছিলেন ফুটবলপ্রেমীরা। তবে সে আশা পূরণ হয়নি। গোলশূন্য ড্রয়ে ম্যাচটি শেষ হয়েছে আটলান্টার মাঠে। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের মাঠে আক্রমণ শুরু করে আর্সেনাল।৬ মিনিটের মধ্যে অন্তত দুবার ঝাঁপিয়ে পড়ে তাঁরা।

তবে আটলান্টা যে খুব পিছিয়ে ছিল এমন নয়। খেলার শুরুতে আর্সেনাল দাপুটে ফুটবল খেলেছে বটে তবে সেই তুলনায় পিছিয়ে ছিল না আটলান্টা। সমানে সমানে টেক্কা দিয়েছে বটে। এক এক করে আক্রমণের জবাবগুলো তাঁরা দেয় পাল্টা–আক্রমণে।

কিন্তু কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তাঁরাও। অবশ্য দুই দলের খেলায় আগ্রাসী মনোভাবের অভাবও ছিল স্পষ্ট। আক্রমণের চেয়ে রক্ষণেই যেন বেশি মনোযোগ ছিল দুই দলের। এর ফলে যে রোমাঞ্চ আশা করা হচ্ছিল, সেটির টিকিটুকুও খুঁজে পাওয়া যায় নি। নেতিয়ে পড়েছিল দর্শকরা।

অবশ্য বিরতির পরপর পুরো দৃশ্য একঝটকায় বদলে যায়। ৪৮ মিনিটে আটলান্টাকে পেনাল্টি উপহার দিল আর্সেনাল। কিন্তু সেই উপহার ক্যাচ করতে ব্যর্থ হয় স্বাগতিকেরা। পেনাল্টি থেকে গোল করতে পারেন নি মাতেও রেতেগুই। তাঁর শট রুখে দিয়েছিল আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। এমনকি ফিরতি হেডেও রেতেগুইকে আটকে দেন এই ডেভিড রায়া।

স্বাভাভিকভাবেই হতাশ হয় ইতালির এই ক্লাবটিকে। পেনাল্টি নিয়ে তৈরি হওয়া নাটকীয়তার পর দুই দলই আক্রমণ, প্রতি–আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে। কিন্তু বক্স ঘিরে তৈরি করা বিন্যাস ভাঙতে পারেনি কেউই। দুপক্ষের চেষ্টায় হয়ত কোন ত্রুটি ছিল না। শেষ পর্যন্ত গোল আদায়ের চেষ্টা করলেও ব্যর্থ হয় তাঁরা। খেলার ৭০ মিনিটের পর অবশ্য কিছুটা আগ্রাসী হয়ে খেলার চেষ্টা করে দুই দল। এই সময় দুই পক্ষই গোলের খুব কাছাকাছি পৌঁছে গেলেও গোল করতে ব্যর্থ হয়।  গোল যেন উভয়ের কাছে ছিল সোনার হরিণ। ম্যাচের শেষ পর্যন্তও তা ছিল ধরা ছোঁয়ার বাইরে।

এদিকে ড্র নিয়েই ম্যাচ শেষ করে দুই দল। অন্যদিকে আরবি লাইপজিগের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এদিন ম্যাচের ৪ মিনিটেই বেনিয়ামি সেসসকোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। ২৮ মিনিটে আঁতোয়ান গ্রিজমানের গোলে সমতায় ফেরে আতলেতিকো। এরপর ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার অপেক্ষায়, তখন মোড় গেল অন্যদিকে ঘুরে। ৯০ মিনিটে জোসে মারিয়া হিমেনেজের গোলে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টাইগারদের বিড়াল বানিয়ে সিরিজ জিতলেন সূর্যরা

নীতীশ-রিঙ্কুর ঝোড়ো ব্যাটিং, বাংলাদেশকে ২২২ রানের লক্ষ্য দিল ভারত

প্রধান কোচ হিসেব কেউই উপযুক্ত নন, বাংলাদেশের কোচিং নিয়ে বড়সড় মন্তব্য তামিমের

কুক অতীত, টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড জো রুটের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেবে ভারত? আশায় বুক বাঁধছে পাকিস্তান

ম্যাচ হারলে সমস্যা আরও বাড়বে, শ্রীলঙ্কার বিরুদ্ধে কোমর বাঁধেছে ভারতের মেয়েরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর