31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:51 am
নিজস্ব প্রতিনিধি: মহেন্দ্র সিং ধোনি যদি মরশুমের শুরু থেকেই অধিনায়কত্ব করতেন তাহলে হয়তো এত সহজে বিদায় নিতে হত না চেন্নাই সুপার কিংসকে। কারণ, মাহির হাতে ফের ব্যাটন ওঠার পর থেকেই পুরোপুরি বদলে গিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। গোটা সিএসকে টিমটার মধ্যেই যেন একটা আলাদাই আত্মবিশ্বাস চলে এসেছে। তাই হয়তো ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সোনা ঝরাচ্ছে তারা। রবিবার রাতে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারাল ধোনি অ্যান্ড কোম্পানি। ৯১ রানে জিতে কলকাতা নাইট রাইডার্সকে টপকে ৮ নম্বরে উঠে এল চেন্নাই।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত একেবারেই কার্যকারী হয়ে ওঠেনি। ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেন সিএসকে-র দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (৪১) এবং ডেভন কনওয়ে (৮৭)। তারা দু’জন মিলে মোট ১১০ রানের পার্টনারশিপ করেন। পাশাপাশি, ১৯ বলে ৩২ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন শিভম ডুবে। শেষ দিকে ধোনির ৮ বলে ২১ রানে ইনিংসের দৌলতে ২০০ রানের গণ্ডি পার করে ফেলে চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০৮ রান করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস। মিচেল মার্শ (২৫) এবং ঋষভ পন্থ (২১) খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বিশেষ কোনও লাভ হয়নি। মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় রাজধানীর দলটির ইনিংস। ম্যাচের সেরা হয়েছেন ডেভন কনওয়ে।