এই মুহূর্তে




শারজাতে সহজেই কোহলিদের উড়িয়ে দিল চেন্নাই




নিজস্ব প্রতিনিধি: মনে করা হয়েছিল একটা জমজমাট লড়াই দেখা যাবে। সেই আশাতেই ছিল ক্রিকেটপ্রেমীরা। আর আশা করবেন নাই বা কেন টিম ইন্ডিয়ার প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক মুখোমুখি হচ্ছেন। ধোনি-কোহলি দ্বৈরথ বলে কথা, তাই উন্মাদনাটা বেশ তুঙ্গেই ছিল বললে চলে। কিন্তু ম্যাচটা ঠিক যেমন ভাবা হয়েছিল তেমন হল না। চেন্নাই-বেঙ্গালুরু লড়াইটা কিছুটা একতরফা হয়ে গেল।

আমিরশাহির মাটিতে কোহলির আরসিবিকে সহজেই উড়িয়ে দিল ধোনির সিএসকে। গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল চেন্নাই।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আরসিবি-র দুই ওপেনার বিরাট ও পাডিক্কল দুরন্ত শুরু করলেও সেই ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ১১১ রানের অনবদ্য পার্টনারশিপ করেন দু’জন। তবে কোহলির ৫৩ এবং পাডিক্কলের ৭০ ছাড়া আর কেউ সেইবভাবে রান পাননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে বেঙ্গালুরু। সর্বাধিক ৩টি উইকেট পেয়েছেন ব্রাভো।

জবাবে ব্যাট করতে নেমে শুরু বেশ ভালোই করে সিএসকে। রুতুরাজ গায়কোয়াড় (৩৮) এবং ফাফ ডু প্লেসি (৩১) মিলে জমি শক্ত করে দেন। তারা প্যাভিলিয়েন ফিরলেও ম্যাচ জিততে খুব একটা সমস্যা হয়নি চেন্নাইয়ের। মইন আলি (২৩), রায়ুডু (৩২), রায়না (১৭) এবং ধোনি (১১) দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মা হৃদরোগে আক্রান্ত, ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে গম্ভীরকে

৪৯ বলে ১৯ ছক্কা! টি-২০ ক্রিকেটে গেইলের রেকর্ড ভাঙলেন কিউয়ি ব্যাটার

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ