নিজস্ব প্রতিনিধি: মনে করা হয়েছিল একটা জমজমাট লড়াই দেখা যাবে। সেই আশাতেই ছিল ক্রিকেটপ্রেমীরা। আর আশা করবেন নাই বা কেন টিম ইন্ডিয়ার প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক মুখোমুখি হচ্ছেন। ধোনি-কোহলি দ্বৈরথ বলে কথা, তাই উন্মাদনাটা বেশ তুঙ্গেই ছিল বললে চলে। কিন্তু ম্যাচটা ঠিক যেমন ভাবা হয়েছিল তেমন হল না। চেন্নাই-বেঙ্গালুরু লড়াইটা কিছুটা একতরফা হয়ে গেল।
আমিরশাহির মাটিতে কোহলির আরসিবিকে সহজেই উড়িয়ে দিল ধোনির সিএসকে। গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল চেন্নাই।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আরসিবি-র দুই ওপেনার বিরাট ও পাডিক্কল দুরন্ত শুরু করলেও সেই ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ১১১ রানের অনবদ্য পার্টনারশিপ করেন দু’জন। তবে কোহলির ৫৩ এবং পাডিক্কলের ৭০ ছাড়া আর কেউ সেইবভাবে রান পাননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে বেঙ্গালুরু। সর্বাধিক ৩টি উইকেট পেয়েছেন ব্রাভো।
জবাবে ব্যাট করতে নেমে শুরু বেশ ভালোই করে সিএসকে। রুতুরাজ গায়কোয়াড় (৩৮) এবং ফাফ ডু প্লেসি (৩১) মিলে জমি শক্ত করে দেন। তারা প্যাভিলিয়েন ফিরলেও ম্যাচ জিততে খুব একটা সমস্যা হয়নি চেন্নাইয়ের। মইন আলি (২৩), রায়ুডু (৩২), রায়না (১৭) এবং ধোনি (১১) দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।