আন্তর্জাতিক ডেস্ক: এমনটা হবে সেটা কেউই বুঝতে পারেননি। হঠাৎ টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। দেশের হয়ে সাদা জার্সির পরিধান করে আর কোনওদিনও মাঠে নামবেন না তিনি। জানা গিয়েছে, সোমবার এই বিষয়টি ঘোষণা করেছেন এই ইংরেজ ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত কোনওরকমের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
তবে টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেও, সীমিত ওভারের ক্রিকেটে খেলে যাবেন মইন। ওডিআই এবং টি-২০-তে দেশের হয়ে এখনও বছর দু’য়েক খেলতে চান এই ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
এই মুহূর্তে আমিরশাহির মাটিতে আইপিএল খেলছেন মইন। সেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করছেন এই ইংরেজ ক্রিকেটার। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটি শেষ হলে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। তখন ইংল্যান্ড শিবিরে যোগ দেবেন তিনি।
ইংরেজদের হয়ে এখনও পর্যন্ত ৬৪টি টেস্টে অংশ নিয়েছেন মইন আলি। সেখানে তাঁর ব্যাট থেকে এসেছে ২,৯১৪ রান। যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ১৪টি অর্ধশত রান। এছাড়া ঝুলিতে রয়েছে ১৯৫টি উইকেটও।