এই মুহূর্তে




ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজ




নিজস্ব প্রতিনিধি: বার্সেলোনার নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলা থেকে বেকসুর খালাস পেলেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার দানি আলভেজ। গত বছরই স্পেনের এক আদালত সাড়ে চার বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল লিওনেল মেসির প্রাক্তন সতীর্থকে। ওই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে কাতালানিয়ার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিশ্বকাপার। আজ শুক্রবার (২৮ মার্চ) নিম্ন আদালতের সাজা খারিজ করে দিয়ে আলভেজকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের রায়ে ‘অসঙ্গতি’ ও ‘বৈপরীত্য’-ও খুঁজে পাওয়া গিয়েছে বলে মন্তব্য করেছেন বিচারপতি।  

২০২৩ সালের ২ জানুয়ারি এক তরুণী অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনার এক নৈশ ক্লাবে তাকে জোর করে ধর্ষণ করেছিলেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার দানি আলভেজ। যদিও প্রথমে সেই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারিণী তরুণীকে চেনেন না বলে দাবি করেছিলেন ৪০ বছর বয়সী তারকা ফুটবলার। কিন্তু তাঁর কথা বিশ্বাস করেনি বার্সেলোনা পুলিশের তদন্তকারীরা। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বার্সেলোনার প্রাক্তন তারকা খেলোয়াড়কে। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের প্রাক্তন সদস্যের বিরুদ্ধে যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, তাতে বলা হয়, ঘটনার দিন নৈশ ক্লাবে তরুণীর সঙ্গে দেখা হওয়ার পরে তাকে একটি ছোট ঘরে নিয়ে গিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার। তার পরে হিংস্র জানোয়ারের মতোই ঝাঁপিয়ে পড়েন তরুণীর উপরে। বাধা দেওয়া সত্বেও জোর করে ধর্ষণ করেন। সরকারি আইনজীবীরা লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ দানি আলভেজের ৯ বছরের জেলের সাজা দাবি করেছিলেন। সেই সঙ্গে ভুক্তভোগীকে দেড় লক্ষ ইউরো ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছিলেন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে নৈশ ক্লাবে তরুণীকে ধর্ষণের দায়ে ৪০ বছর বয়সী আলভেজকে সাড়ে চার বছরের জেলের সাজা শুনিয়েছিল বার্সেলোনার একটি আদালত। পাশাপাশি নির্যাতিতা তরুণীকে ক্ষতিপূরণ হিসাবে দেড় লক্ষ ইউরো দেওয়ারও নির্দেশ দিয়েছিল তিন বিচারকের ডিভিশন বেঞ্চ। রায় দিতে গিয়ে বিচারকরা বলেছিলেন, ‘নির্যাতিতা তরুণীর আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে নির্যাতিতা কোনও সম্মতি দেননি।’ ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আলভেজ এবং সরকারি কৌঁসুলিরা।

দীর্ঘ দেড় মাস জেল খাটার পরে গত বছরের মার্চে ১০ লক্ষ ইউরোর ব্যক্তিগত বন্ডে আলভেজের জামিন মঞ্জুর করে বার্সেলোনার আদালত। যদিও জামিন পেলেও বেশ কয়েকটি শর্ত মেনে চলার শর্তও দেওয়া হয়েছিল। তাতে বলা হয়, জামিনে থাকা অবস্থায় স্পেন ছাড়তে পারবেন না আলভেজ। নির্যাতিতা তরুণীর আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।

আলভেজের আর্জির উপর রায় দিতে গিয়ে হাইকোর্ট জানিয়েছে, নির্যাতিতার সাক্ষ্যে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে এবং তিনি যা বর্ণনা করেছেন তা বাস্তবের সঙ্গে  সঙ্গতিপূর্ণ নয়। প্রাক্তন ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে হাইকোর্ট। ফলে এখন আর তাঁর স্পেন ত্যাগ করতে কোনও বাধা নেই।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি  লখনউ

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ, প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রইল রাহানেদের

প্রিয়াংশ-প্রভসিমরানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০১ তুলল পঞ্জাব

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে গড়তে পারে ৫ রেকর্ড

ইডেনে পঞ্জাবের তুরুপের তাস হতে পারে ২৬ বছরের ‘জুনিয়র অশ্বিন’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর