-273ºc,
Friday, 9th June, 2023 4:22 am
নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে চলেছে বিশ্বের অন্যতম সেরা খেলার ইভেন্ট অলিম্পক। তার জন্যই প্যারিস শহর থেকে সমস্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ফ্রান্সের সরকার। ফরাসি সরকারের এই উদ্যোগের কঠোরভাবে সমালোচনা করেছে ফ্রান্সের শহর ও গ্রামের প্রশাসকমণ্ডলী। কেননা তাঁদের ধারণা রাজধানী প্যারিস থেকে যে সমস্ত উচ্ছেদ করা হবে সেই মানুষদের থাকার ব্যবস্থা হবে শহর আর গ্রামেই।
প্রসঙ্গত, অলিম্পিকের আসর ঘিরে ফ্রান্সের সরকার গত মার্চ মাসের মাঝামাঝি সংশ্লিষ্ট কর্তাদের আঞ্চলিকভাবে অস্থায়ীভাবে থাকার জায়গা তৈরি করার নির্দেশ দেয়। অলিম্পিকের সময় প্যারিস থেকে যাঁদের সরিয়ে দেওয়া হবে, তাঁদের থাকার জন্যই এই ব্যবস্থাটা করতে চায় সরকার।
এই বিষয়ে ফ্রান্সের গৃহউন্নয়নমন্ত্রী অলিভিয়ের ক্লেইন ফরাসি পার্লামেন্টে চলতি মাসের অধিবেশনের শুরুতেই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। তাঁর যুক্তি অলিম্পিককে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ফ্রান্সের সরকার এই পদক্ষেপ নিচ্ছে। কাজেই তাঁদের প্যারিসের বাইরে পাঠাতে হবে।
আরও জানতে পড়ুন: মহিলাদের শিল্ডে শ্রীভূমির কাছে বড় ব্যবধানে হার মহমেডানের
অলিম্পিকের আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্রান্সেই বসবে রাগবি বিশ্বকাপের আসর। তারপর অলিম্পিক। কাজেই প্রচুর বিদেশি পর্যটকদের সমাগম হবে সেই সময়। তাই প্যারিসের কম খরচার হোটেলগুলিকে গৃহহীনদের জন্য থাকার ব্যবস্থা করার কথাও ভাবছে ফ্রান্সের সরকার।
তবে রাগবি বিশ্বকাপ ও অলিম্পিককে ঘিরে ফ্রান্সের সেই সমস্ত হোটেল মালিকরা তখনকার বাজারমূল্যে হোটেলগুলির কামরা ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছেন। এতসবের মাঝেও ফরাসি সরকারের গৃহহীনদের থাকার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরোধিতা করে ব্রুজ শহরের মেয়র বলেন, আমাদের শহরে ১৮ হাজার মানুষ বসবাস করেন। আমাদের নানাবিধ সমস্যা থাকার কারণে প্যারিসের মানুষদের আমরা থাকার ব্যবস্থা করতে পারবো না। কাজেই সরকারের সিদ্ধান্ত আমরা মানতে পারছি না।
উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে চিনের সরকারও অলিম্পিকের আসরের আগে বেজিং থেকে ভিক্ষুকদের সরিয়ে অন্যত্র পাঠিয়ে দিয়েছিল। একই ঘটনা ঘটেছিল ব্রাজিল অলিম্পিকের সময়ও। এখন দেখার ফরাসি সরকার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনীত হয়।