এই মুহূর্তে




অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশেষে টস জিতল ভারত, তৃতীয় টি২০-তে প্রথম একাদশে তিনটি পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সময় পর অবশেষে টস জিতল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে সূর্যকুমার যাদব প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত  নিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে অবশেষে টস জিতে অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রতিক্রিয়া ছিল উচ্ছ্বাসের মতো। জেতার পরেই  তিনি তাঁর অস্ট্রেলীয় প্রতিপক্ষ মিচেল মার্শকে জড়িয়ে ধরেন। 

রবিবার হোবার্টের বেলেরিভ ওভালে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা এবং কুলদীপ যাদবের পরিবর্তে জিতেশ শর্মা, আর্শদীপ সিং এবং ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছে। টস জেতার পর সূর্যকুমার যাদব বলেন, “আমরা প্রথমে বল করতে যাচ্ছি। দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালোভাবে আসবে। একের পর এক খেলা খেলতে পেরে খুশি। আমাদের তিনটি পরিবর্তন আছে – জিতেশ, আর্শদীপ এবং ওয়াশিংটন এসেছেন।" অন্যদিকে অস্ট্রেলিয়াও একটি পরিবর্তন করেছে, পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে শন অ্যাবট এসেছেন দলে।  
 এক নজরে ভারতের প্রথম একাদশ 
 অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর পটেল, শিবম দুবে, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।

এক নজরে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ  
মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, ম্যাট শর্ট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, শন অ্যাবট এবং ম্যাট কুহনেম্যান।
ক্যানবেরায় পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে বাতিল হয়, অন্যদিকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে। হোবার্টে তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত সিরিজে সমতা আনার লক্ষ্যে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার চেষ্টা করছে। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ