এই মুহূর্তে




ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ স্পিনার ভারতের, ১১ জনের দলে কারা, জানালেন গিল

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত (India)। ইডেনের পিচ নিয়ে অসন্তোষ আগেই প্রকাশ করেছিলেন গৌতম গম্ভীর। অধিনায়ক শুভমান গিলও পিচ সম্পর্কে বুঝতে পারেননি বলেই জানিয়েছিলেন। এর মধ্যেই প্রথম টেস্টের প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ৪ স্পিনার নিয়ে খেলছে ভারত। সেই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব। বোলার হিসেবে আরও দুজন রয়েছেন। একাদশে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। শুক্রবার ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম একাদশে জায়গা পাননি সাই সুদর্শন। ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ধ্রুব জুয়েল। তিনি অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন বেল জানা যাচ্ছে। ব্যাটার এবং উইকটরক্ষক হলেও এবার তাকে উইকেটের পেছনে দেখতে পাওয়া যাবে না। কারণ চোট সারিয়ে দলে ফিরেছেন ঋষভ পন্থ। তিনি থাকবেন উইকেটের পিছনে। জানা গিয়েছে, এবার ভারত ওপেনিং জুটিতে কোন পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করবেন। সাই সুদর্শনের পরিবর্তে এবার খেলতে নামতে পারেন ওয়াশিংটন সুন্দর। নীতিশের জায়গায় ব্যাট করতে পারেন জুরেল।

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশে স্থান পেয়েছেন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ বলে ১৪৪ রান, ১৫ ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে শোরগোল ফেলে দিলেন বৈভব সূর্যবংশী

IPL নিলামের আগেই ১০ কোটি টাকায় দলবদল শামির, কে কিনল তারকা পেসারকে?

৫ উইকেট বুমরার, ইডেন টেস্টে ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট ভারতের

‘বিয়েটা এবার করতেই হবে’, ইডেনে টেস্টের মাঝেই কোচের কাছে ছুটির আবদার কুলদীপের

মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের কাছে হার পর্তুগালের

ইডেনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ