এই মুহূর্তে




ব্যাটিং বিপর্যয়ের মুখে সূর্যরা, রানেই থেমে গেল ভারতের ইনিংস




নিজস্ব প্রতিনিধি: ধারাবাহিকতা যে ভারতীয় দলের ডিএনএ’তে নেই ফের তার প্রমাণ মিলল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানে জয়ী সূর্য বাহিনী দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। রবিবার (১০ নভেম্বর) টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় রানের ইনিংস গড়তে পারল না টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছেন সূর্যরা। সর্বোচ্চ রান হার্দিক পাণ্ড্যর (অপরাজিত ৩৯ )।

সেন্ট জর্জেস পার্কে টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছিল সূর্য যাদবের বাহিনী। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। আগের ম্যাচে শতরান করা সঞ্জু স্যামসন খাতা খোলার আগেই প্রথম ওভারে মার্কো জানসেনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। আগের ম্যাচে ব্যর্থ হওয়া অভিষেক শর্মা এদিনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। গেরাল্ড কোয়ে‍ৎজের বলে বড় শট খেলতে গিয়ে উইকেটের পিছনে শর্ট ফাইন লেগে দাঁড়ানো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে মাত্র ৪ রান করেন ভারতের তরুণ ওপেনার। দলকে বিপদ থেকে উদ্ধার করার পরে কাণ্ডজ্ঞানহীন শট খেলে বিদায় নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করে অ্যান্ডি সিমলানের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় ৩৪।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে তিলক ভার্মা ও অক্ষর পটেল খানিকটা প্রতিরোধ গড়ে তুলে দলকে টেনে তোলার চেষ্টা চালিয়েছিলেন। প্রোটিয়া বোলারদের পাল্টা মারের পথে হেঁটেছিলেন। যদিও বেশিদূর দলকে টেনে নিয়ে যেতে পারেননি। প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করামের বলে এক্সট্রা কভারে দাঁড়ানো ডেভিড মিলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিলক (২০)। খানিকবাদে দুর্ভাগ্যজনক বাদে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ভাল খেলতে থাকা অক্ষর (২৭ রান)। হার্দিকের মারা বলে আঙুল ছোঁয়ান বোলার নাবায়োমজি পিটার। সেই বল উইকেটে লাগে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অক্ষর তখন ক্রিজ ছেড়ে চলে গিয়েছিলেন।

পাঁচ উইকেট হারানোর পরে হাদিক পাণ্ড্য ও রিঙ্কু সিং’য়ের দিকেই চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু তাদের নিরাশ করেন রিঙ্কু। এন পিটারের বলে ক্যাচ তুলে বিদায় নেন তিনি (৯)। এর পরে আর্শদীপ সিংহকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন হার্দিক। যদিও দলকে বড় রানে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ১২৪ রানেই থেমে যায় ভারত। হার্দিক ৪৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। আর আর্শদীপ অপরাজিত থেকে যান ৭ রানে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব ইস্টবেঙ্গল, অবিলম্বে নিধন যজ্ঞ বন্ধের দাবি

নিলামে উঠেছে ডন ব্র্যাডমানের ব্যাগি গ্রিন, কত দাম রাখা হয়েছে টুপির জানেন?

সাকিবের কেরিয়ার শেষ, ঠাঁই হল না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে

নিউজিল্যান্ডের পরাজয়ে চরম উপকৃত টিম ইন্ডিয়া, শিরোপা জেতার পথ এখন আরও সুগম

ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞাহীন, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর বাইশের ফুটবলার

সালাহর নৈপুণ্যে ম্যান সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর