এই মুহূর্তে




‘বিয়েটা এবার করতেই হবে’, ইডেনে টেস্টের মাঝেই কোচের কাছে ছুটির আবদার কুলদীপের

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে বহু প্রতীক্ষিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুই সিরিজের টেস্ট ম্যাচ। যা কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ হয়েছিল ভারতে। প্রায় ৭ বছর পর আবারও ইডেনে টেস্ট ম্যাচ হচ্ছে। স্বাভাবিকভাবেই উত্তেজিত ক্রিকেট বিশ্ব এবং তিলোত্তমা বাসী। উত্তেজিত ভারতীয় অধিনায়ক শুভমন গিলও। কেননা ইডেনেই তাঁর অভিষেক ম্যাচ ছিল। তবে এবার ভারতীয় একাদশ স্কোয়াডে অনেক চেনা মুখ নেই। তবে ৪ জন স্পিনার নিয়ে খেলতে নেমেছেন শুভমান গিল। কিন্তু ম্যাচের আগেই ছুটি চেয়ে বসলেন ভারতের অন্যতম দাপুটে স্পিনার কুলদীপ যাদব।

ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীরের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, নভেম্বরের শেষের দিকে ছুটি চেয়েছেন কুলদীপ। যদিও তাঁর ছুটি এখনও মঞ্জুর করেননি গৌতম গম্ভীর। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে কেন ছুটির আবদার কুলদীপের? কেননা বিয়ে করতে চলেছেন কুলদীপ। সেই কারণে কয়েক দিনের জন্য ছুটি চেয়েছেন তিনি। গতবছর আইপিএলের পর কুলদীপের বিয়ের কথা ছিল। সব আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু অপারেশন সিঁদুরের জন্য গত আইপিএল নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। তাই বাধ্য হয়েই বিয়ের পরিকল্পনা বাতিল করেন ভারতীয় স্পিনার। তবে আর দেরি করতে চাইছেন না বাঁহাতি স্পিনার। তাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টের পরেই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তাই কোচের কাছে নভেম্বরের শেষের দিকে ছুটির আবেদন করেছেন কুলদীপ।

বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর কথায়, ‘বিয়ের জন্য কুলদীপ যাদব নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি চেয়েছেন। তবে তাঁকে কবে থেকে ছুটি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’ এদিকে কুলদীপ যে সময় ছুটি চেয়েছেন, সে সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ ভারতের। এদিকে কুলদীপকে শুধু সাদা বলের ক্রিকেটে ব্যবহার করেছিলেন গম্ভীর। তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট খেলার সুযোগ পাননি। তবে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন তিনি। তাও এক বছর পর। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি খেলছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ বলে ১৪৪ রান, ১৫ ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে শোরগোল ফেলে দিলেন বৈভব সূর্যবংশী

IPL নিলামের আগেই ১০ কোটি টাকায় দলবদল শামির, কে কিনল তারকা পেসারকে?

৫ উইকেট বুমরার, ইডেন টেস্টে ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট ভারতের

মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের কাছে হার পর্তুগালের

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ স্পিনার ভারতের, ১১ জনের দলে কারা, জানালেন গিল

ইডেনে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ